18th October 2024 Current Affairs in Bengali Quiz | 18th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

18th October 2024 Current Affairs in Bengali Quiz | 18th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
18th October 2024 Current Affairs in Bengali Quiz | 18th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 18th October 2024 Current Affairs in Bengali Quiz | 18th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th October 2024 Current Affairs in Bengali Quiz | 18th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




18th October 2024 Current Affairs in Bengali Quiz | 18th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব মেনোপজ দিবস" (World Menopause Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 18th অক্টোবর

2. সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- ওমর আবদুল্লাহ (Omar Abdullah).


3. সম্প্রতি কে বন্ধন ব্যাঙ্কের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- পার্থ প্রতিম সেনগুপ্ত

4. সম্প্রতি হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)

5. সম্প্রতি ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?

উত্তর:- রশ্মিকা মান্দান্না


6. ভারত সম্প্রতি কোন দেশের সাথে $3.5 বিলিয়ন ড্রোন চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

7. ভারতের প্রথম বিমানবন্দর-ভিত্তিক স্ব-চালিত ইনডোর এয়ার কোয়ালিটি মনিটরিং সুবিধা কোথায় চালু করা হয়েছে?

উত্তর:- তিরুবনন্তপুরম

8. ISSF বিশ্বকাপের পুরুষদের ফাইনালে কে রৌপ্য পদক জিতেছে?

উত্তর:- ভিভান কাপুর (Vivaan Kapoor)

9. কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে?

উত্তর:- 3%


10. জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী (DCM) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সুরিন্দর কুমার চৌধুরী (Surinder Kumar Chaudhary).

আরও পড়ুন:- 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post