17th October 2024 Current Affairs in Bengali Quiz | 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

17th October 2024 Current Affairs in Bengali Quiz | 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
17th October 2024 Current Affairs in Bengali Quiz | 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 17th October 2024 Current Affairs in Bengali Quiz | 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th October 2024 Current Affairs in Bengali Quiz | 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




17th October 2024 Current Affairs in Bengali Quiz | 17th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স স্থাপন হতে চলেছে কোথায়?

উত্তর:- গুজরাটের লোথালে।

2. "Global Hunger Index 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- ১০৫ তম।


3. ইউনেস্কোর দ্বারা ২০২৬ সালের জন্য 'World Book Capital' হিসেবে ঘোষিত হয়েছে কোন দেশের রাজধানী?

উত্তর:- মরক্কোর রাজধানী রাবাত।

4. UPI Lite ওয়ালেটের সীমা 2000 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

উত্তর:- 5000 টাকা

5. সম্প্রতি কোন শহরে "India Digital Agri Conference 2024" অনুষ্ঠিত হলো?

উত্তর:- নিউ দিল্লী

6. সম্প্রতি কোন রাজ্যের DSP হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ?

উত্তর:- তেলেঙ্গানা


7. ITU ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি 2024 কে উদ্বোধন করলেন?

উত্তর:- নরেন্দ্র মোদী

8. ভারতীয় নৌবাহিনীর নতুন জাহাজ 'সমর্থক' (Samarthak) কোন কোম্পানি তৈরি করেছে?

উত্তর:- L&T Shipyard

9. সম্প্রতি "ভারতীয় কোস্ট গার্ড" -এর প্রধান নিযুক্ত হয়েছেন কে?


উত্তর:- এস পরমেশ্বর (S Parameshwar)

10. সেপ্টেম্বর 2024 এর জন্য "আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ" পুরুষ বিভাগে কাকে মনোনীত করা হয়েছে?

উত্তর:- কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)।

আরও পড়ুন:- 16th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post