সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি শব্দ দূষণের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় | Causes and Effects of Noise Pollution | Ways of Controlling Noise Pollution . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শব্দ দূষণের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় | Causes and Effects of Noise Pollution | Ways of Controlling Noise Pollution।
শব্দ দূষণের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় | Causes and Effects of Noise Pollution | Ways of Controlling Noise Pollution
❏ শব্দ দূষণ (Noise Pollution):-
শব্দ দূষণ আজ সমগ্র বিশ্বের কাছে একটি সমস্যাদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব প্রকৃতিতে অন্যান্য সমস্ত দূষণের মতোই শব্দ দূষণ মূলত মনুষ্য সৃষ্ট। অবাঞ্ছিত শব্দ আমাদের দৈহিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে উঠেতে পারে।
❏ শব্দ দূষণের কারণ (Cause of Noise Pollution):-
● (i) মাইকের একটানা গমগম্ আওয়াজ, ঢাকের শব্দ, বোমা পটকার বীভৎস আওয়াজ, বাজি পোড়ানোর শব্দ।
● (ii) কলকারখানার শব্দ, গাড়ির হর্নের আওয়াজ, পুরানো গাড়ির ইঞ্জিনের আওয়াজ শব্দ দূষণের জন্য দায়ী।
● (iii) সহ্যসীমার বাইরে রেডিয়ো-টিভির আওয়াজ, স্টিরিওফোনিক শব্দ শোনা।
● (iv) জেট প্লেনের শব্দ, বড়ো আকারের স্টিম ইঞ্জিন থেকে নির্গত শব্দ।
● (v) যান্ত্রিক মোটর, লেদ কারখানা থেকে নির্গত শব্দ ইত্যাদি শব্দ দূষণ ঘটায়।
❏ শব্দের তীব্রতা লেভেল পরিমাপের একক হলো ‘বেল’ (bel)। কোনো শব্দের তীব্রতা লেভেল শূন্য লেভেল তীব্রতার 10 গুণ হলে সেই শব্দের তীব্রতা লেভেলকে বেল বলা হয়ে থাকে। 1 বেল = 10 ডেসিবেল (dB)। আইন অনুযায়ী প্রকাশ্য স্থানে ব্যবহৃত শব্দের তীব্রতা লেভেলের ঊর্ধ্বসীমা 65 ডেসিবেল এর মধ্যে হতে হবে।
❏ শব্দ দূষণের প্রভাব (Effect of noise Pollution):- শব্দ দূষণের বিরূপ প্রভাবের ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি। এছাড়া কানে কম শোনা, স্থায়ী বধিরতা প্রাপ্তি, বমি-বমিভাব, রক্তচাপ বৃদ্ধি, হৃদপিন্ড ও মস্তিষ্কের জটিল রোগ, অনিদ্রাজনিত অসুস্থতা, ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়া, কর্মক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস, মাথাধরা ইত্যাদি হলো শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব।
❏ শব্দ দূষণ নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় (Possible Remedial Measures on Noise Pollution):-
● (i) অতি উচ্চ শব্দ-সৃষ্টিকারী যানবাহনগুলিতে শব্দ নিরোধক যন্ত্র বসাতে হবে।
● (ii) যানবাহনের ইঞ্জিন নিয়মিত পরীক্ষা করাতে হবে।
● (iii) আইন প্রণয়ন করে যথেচ্ছভাবে মাইক বাজানো, বাজি ফাটানো, গাড়ির হর্ন বাজানো বন্ধ করতে হবে।
● (iv) পুরানো ও ত্রুটিপূর্ণ সাইলেন্সারযুক্ত গাড়ি বাতিল করার জন্য আইন জারি করা প্রয়োজন।
● (v) মোটর, লরি ইত্যাদির শব্দ-মাত্রা যাতে সহনসীমার মধ্যে থাকে তার জন্য কঠোর নির্দেশ দিতে হবে।
● (vi) কলকারখানায় শব্দ শোষক যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে।
● (vii) সরকারের তরফে প্রয়োজনীয় আইনগুলি যেমন কঠোরভাবে প্রয়োগ করার দরকার, তেমনি জনগণকেও আইন মানা এবং সেই মতো সচেতনভাবে নিজ নিজ দায়িত্বগুলি পালন করার মধ্য দিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF