সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর | General Knowledge SAQ Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর | General Knowledge SAQ Questions Answers।
সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর | General Knowledge SAQ Questions Answers
1. ভারতের কোন রাজ্যের সর্বাধিক মেন গ্রুপ বনাঞ্চল লক্ষ্য করা যায়?
উত্তর:- পশ্চিমবঙ্গ।
2. চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর:- করিকালা।
3. প্লুটো গ্রহের একটা উপগ্রহের নাম উল্লেখ করো?
উত্তর:- করেন।
4. চিতোরগড় রাজধানী ছিল কোন রাজবংশের?
উত্তর:- সিসোদিয়া।
5. প্রথম যে সুপার কম্পিউটারটি ১৯৭৬ সালের তৈরি করা হয়েছিল সেটির নাম কি ছিল?
উত্তর:- ক্রে–1
6. স্বত্ববিলোপ নীতি কে চালু করেন?
উত্তর:- লর্ড ডালহৌসি।
7. বিমল সাহ কোন বিখ্যাত প্রস্তর মন্দিরের নির্মাণ করেছিলেন?
উত্তর:- দিলওয়ারা মন্দির।
8. সিঙ্গাপুরের পুরনো নাম উল্লেখ করো।
উত্তর:- টেমাসেক।
9. কত সালে প্লুটো আবিষ্কৃত হয়?
উত্তর:- ১৯৩০ সালে।
10. কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক সীমান্ত রাজ্যের সঙ্গে যুক্ত আছে?
উত্তর:- উত্তর প্রদেশ।
11. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র পূর্ব নাম কী ছিল?
উত্তর:- ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
12. রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা বলে মনে করা হয়?
উত্তর:- রাখিন
13. ‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের বিখ্যাত নৃত্য?
উত্তর:- ওড়িশা
14. সমুদ্রের সঙ্গে যুক্ত নয় এমন একটি জলাশয়ের নাম উল্লেখ করো।
উত্তর:- অরাল সাগর
15. ‘দস্ত-ই-মারগো’ বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের একটি অংশ?
উত্তর:- আফগানিস্তান
16. হিমালয়ের অংশ নয় এমন একটি পার্বত্য অঞ্চলের নাম উল্লেখ করো?
উত্তর:- সহ্যাদ্রী
17. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম উল্লেখ করো?
উত্তর:- কল্লেরু হ্রদ
18. Census 2011 -এ পশ্চিমবঙ্গের literacy rate কত ছিল?
উত্তর:- 77%
19. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
20. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
উত্তর:- 5 টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। (ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম রাজ্য)
21. কটি দেশের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
উত্তর:- 3টি দেশের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। (পূর্বে বাংলাদেশ, উত্তরে নেপাল এবং ভুটান)
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF