সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রেলওয়ে NTPC জিকে প্রশ্ন উত্তর | Railway NTPC Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেলওয়ে NTPC জিকে প্রশ্ন উত্তর | Railway NTPC Questions Answers in Bengali।
রেলওয়ে NTPC জিকে প্রশ্ন উত্তর | Railway NTPC Questions Answers in Bengali
1. কথাসারিত সাগর কথামালা কার লেখা?
(a) বানভট্ট
(b) যদুভট্ট
(c) সোমদেব ভট্ট
(d) সোমেশ্বর
উত্তর:- (c) সোমদেব ভট্ট
2. ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন?
(a) প্রতিভা প্যাটেল
(b) মীরা কুমার
(c) ইন্দিরা গান্ধী
(d) সুচেতা কৃপালিনী
উত্তর:- (b) মীরা কুমার
3. কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল ‘সর্দার' নামে ভূষিত হন?
(a) স্বদেশী আন্দোলন
(b) আইন অমান্য আন্দোলন (Civil Disobedience movement)
(c) ভারত ছাড়ো আন্দোলন (Quit India movement)
(d) বরদৌলি আন্দোলন
উত্তর:- (d) বরদৌলি আন্দোলন
4. অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
(a) এন কে সিং
(b) কে সি নিয়োগী
(c) কে সান্থানাম
(d) ওয়াই বি চবন
উত্তর:- (b) কে সি নিয়োগী
5. বিবর্তনবাদের ধারণাটি কার?
(a) নিউটন
(b) ডালটন
(c) ডারউইন
(d) মেন্ডেল
উত্তর:- (c) ডারউইন
6. কলকাতার নাম আলীনগর কে দেন?
(a) সিরাজউদ্দৌলা
(b) মিরকাসিম
(c) মুর্শিদকুলি খাঁ
(d) মিরজাফর
উত্তর:- (a) সিরাজউদ্দৌলা
7. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে?
(a) 14
(b) 17
(c) 39
(d) 326
উত্তর:- (d) 326
8. ড্রামলিন দেখতে কেমন?
(a) নৌকার মত
(b) উল্টানো নৌকার মত
(c) পিরামিডের মতো
(d) প্রিজমের মতো
উত্তর:- (b) উল্টানো নৌকার মত
9. নিউটনের গতি সংক্রান্ত কোন সূত্রানুসারে সাঁতার কাটা সম্ভব হয় -
(a) প্রথম সূত্র
(b) দ্বিতীয় সূত্র
(c) তৃতীয় সূত্র
(d) কোনোটিই নয়
উত্তর:- (c) তৃতীয় সূত্র
10. নিম্নলিখিত কোন স্থানটি ল্যান্ড অফ মিডনাইট সান নামেও পরিচিত?
(a) আমেরিকা
(b) ডেনমার্ক
(c) নরওয়ে
(d) রাশিয়া
উত্তর:- (c) নরওয়ে
11. আন্তর্জাতিক পরিযায়ী দিবস কবে পালন করা হয়?
(a) 17 ডিসেম্বর
(b) 18 ডিসেম্বর
(c) 19 ডিসেম্বর
(d) 20 ডিসেম্বর
উত্তর:- (b) 18 ডিসেম্বর
12. বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়?
(a) ১৮৫৫
(b) ১৮৫৬
(c) ১৮৫৭
(d) ১৮৫৮
উত্তর:- (b) ১৮৫৬
13. ককলিয়া কোন কর্নের অংশ?
(a) বহিঃকর্ণ
(b) অন্তঃকর্ণ
(c) মধ্যকর্ণ
(d) কোনোটিই নয়
উত্তর:- (b) অন্তঃকর্ণ
14. নেপচুন পৃথিবী থেকে কত গুন বড়ো?
(a) ৪৭ গুন
(b) ৫৫ গুন
(c) ৫৭ গুন
(d) ৬০ গুণ
উত্তর:- (c) ৫৭ গুন
15. ভারতীয় জরুরি অবস্থা ঘোষণার বিধান কোন ধারায় বর্ণিত আছে?
(a) ৩৫০
(b) ৩৬০
(c) ৩৭০
(d) ৩৭১
উত্তর:- (c) ৩৭০
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF