সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি SSC GD বিগত বছরের প্রশ্ন উত্তর | SSC GD Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC GD বিগত বছরের প্রশ্ন উত্তর | SSC GD Important Questions Answers।
SSC GD বিগত বছরের প্রশ্ন উত্তর | SSC GD Important Questions Answers
1. পরশুরাম কার ছদ্মনামে কে পরিচিত?
উত্তর:- রাজশেখর বসু
2. ঠান্ডা রক্তের প্রাণীর শ্রেণিভুক্ত দুইটি প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর:- ব্যাঙ ও সাপ
3. সূর্যের শক্তি মূক্তির জন্য কোনটি দায়ী কোন পদ্ধতি?
উত্তর:- ফিউশন বা সংযোজন
4. ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদীটির নাম কী?
উত্তর:- গোদাবরী
5. হিমালয়ান মাউন্টেরিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর:- দার্জিলিং
6. নান্দীকারের প্রথম যুগের নাট্য পরিচালক ছিলেন?
উত্তর:- রুদ্র প্রসাদ সেমগুপ্ত
7. একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে কোনটি শূন্যস্থানে সবচেয়ে দ্রুত পতিত হবে?
উত্তর:- কাঠের বল, পালক ও ইস্পাতের বল
সবগুলিই সমান দ্রুততায় পতিত হবে।
8. প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৩০০ রানের বেশি করেন?
উত্তর:- বীরেন্দ্র সেহবাগ।
9. ভারতের কোন খেলার প্রতীক শ্রীহনুমান?
উত্তর:- কুস্তি
10. কোন খোলার জন্য ‘ইন্দিরা গান্ধী গোল্ড কাপ' পুরস্কার দেওয়া হয়?
উত্তর:- মহিলা হকি
11. সত্যজিৎ রায়ের ‘'চারুলতা” কোন গল্প অবলম্বনে নির্মিত হয়েছে?
উত্তর:- নষ্টনীড়
12. 'যারা বৃষ্টিতে ভিজেছিলেন' এটি কে লিখেছিলেন?
উত্তর:- জয় গোস্বামী
13. পিতা মিমিবরনের মত ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের যন্ত্র বাজাতেন?
উত্তর:- সরোদ
14. হ্যারি পটার এর উপন্যাস গুলিতে মুখ্য খলনায়ক কে?
উত্তর:- ভলডেমোর
15. বাংলা ছবি ‘অনুরণন' এর পরিচালক কে?
উত্তর:- অনিরুদ্ধ রায় চৌধুরী
16. তিব্বত ছাড়া চিনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গেছেন এমন একটি স্থানের নাম উল্লেখ করো।
উত্তর:- কিঙ্ঘাই
17. টেস্ট ম্যাচের এক ইনিংস এ সর্বোচ্চ রান করেছেন কোন ভারতীয়?
উত্তর:- বীরেন্দ্র সেহবাগ
18. গোর্খা জনমুক্তি মোরচার শীর্ষ নেতা নাম কী?
উত্তর:- বিমল গুরুং
19. সমঝোতা এক্সপ্রেস ছাড়া অন্য কোন ট্রেন ভারত - পাকিস্তান এর মধ্যে সংযোগ রাখে।
উত্তর:- থর এক্সপ্রেস
20. ভেনেজুয়েলা -র অবস্থান উল্লেখ করো।
উত্তর:- দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের দেশ।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF