সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 16th February 2025 Current Affairs in Bengali Quiz | 16th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th February 2025 Current Affairs in Bengali Quiz | 16th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th February 2025 Current Affairs in Bengali Quiz | 16th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "অঙ্গ দান করুন, জীবন বাঁচান" উদ্যোগটি কোন সংস্থা আয়োজন করছে?
উত্তর:- ICC (International Cricket Council).
2. ভারতের প্রথম স্বয়ংক্রিয় বায়োমেডিকাল বর্জ্য শোধনাগার "সৃজনম" কে চালু করলেন?
উত্তর:- ডাঃ জিতেন্দ্র সিং
3. কেন্দ্রীয় মন্ত্রিসভা সাফাই কর্মচারি কমিশনের মেয়াদ কত বছরের জন্য বাড়িয়েছে?
উত্তর:- 3 বছর
4. সম্প্রতি অনুষ্ঠিত Indian Snooker Championship -এ 36th National Gold কে জিতেছেন?
উত্তর:- পঙ্কজ আদবানি
5. 14th Asian Fisheries and Aquaculture Forum অনুষ্ঠিত হচ্ছে কোন শহরে?
উত্তর:- নিউ দিল্লী
6. সম্প্রতি অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে লভলিনা বোরগোহাইন কোন বক্সিং বিভাগে স্বর্ণপদক জিতেছেন?
উত্তর:- 75 কেজি বিভাগ
7. ভারত সম্প্রতি কোন দেশের সাথে সামরিক মহড়া 'সাইক্লোন' পরিচালনা করেছে?
উত্তর:- মিশর
8. সম্প্রতি কে সিটিব্যাঙ্কের নতুন ইন্ডিয়া উপমহাদেশীয় উপ-ক্লাস্টার এবং ব্যাঙ্কিং প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- কে. বালাসুব্রমানিয়ান
9. সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে কে পদত্যাগ করেছেন?
উত্তর:- এন. বীরেন সিং
10. অলিম্পিক এস্পোর্টস গেমস 2027 কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- সৌদি আরবের রিয়াদ।