ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography General Knowledge in Bengali

ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography General Knowledge in Bengali
ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography General Knowledge in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography General Knowledge in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography General Knowledge in Bengali।




ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography General Knowledge in Bengali

1. সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের একক লেখো?

উওর:- ফ্যাদম।

2. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী বলা হয় কাকে?

উওর:- অ্যাক্রনকে।


3. দক্ষিন গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম উল্লেখ করো?

উওর:- অ্যাকাঙ্কাগুয়া।

8. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কী বলা হয়?

উওর:- রেড ইন্ডিয়ান।

5. ইউরোপ মহাদেশের বৃহত্তম নদীর নাম উল্লেখ করো?

উওর:- ভলগা।

6. মারে-ডার্লিং অঞ্চলটি কি শিলা দ্বারা গঠিত হয়েছে?

উওর:- পাললিক শিলা।

7. কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম উল্লেখ করো?

উওর:- মাউন্ট ইরেবাস।


8. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয়?

উওর:- পরিচলন বৃষ্টি।

৯. খোন্দ কোন রাজ্যের উপজাতি?

উওর:- ওড়িশা।

10. ডোডোমা কোন দেশের রাজধানী?

উওর:- তানজানিয়া।

11. রেনুকুট কোন শিল্পের জন্য বিখ্যাত?

উওর:- অ্যালুমিনিয়াম শিল্পের জন্য।

12. পশ্চিমবঙ্গে টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?

উওর:- হুগলীর ত্রিবেণীতে।

13. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদের নাম কোনটি?

উওর:- টোবা।


14. আফ্রিকার দুটি পূর্ব্বাহিনী নদীর নাম উল্লেখ করো?

উওর:- অরেঞ্জ ও জাম্বেসি।

15. পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি?

উওর:- চিলি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post