সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th March 2025 Current Affairs in Bengali Quiz | 24th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th March 2025 Current Affairs in Bengali Quiz | 24th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th March 2025 Current Affairs in Bengali Quiz | 24th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব যক্ষ্মা দিবস" (World Tuberculosis Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 24th মার্চ
2. সম্প্রতি কে 'ফিট ইন্ডিয়া আইকন' হিসেবে মনোনীত হয়েছেন?
উত্তর:- আয়ুষ্মান খুরানা
3. UIDAI আধার পরিষেবাগুলি উন্নত করতে কোন সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- Sarvam AI
4. কোন দেশ 2025 সালের কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে?
উত্তর:- ইংল্যান্ড
5. BVFCL -এর নতুন অ্যামোনিয়া-ইউরিয়া কমপ্লেক্সের অনুমোদিত বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা কত?
উত্তর:- 12.7 লাখ মেট্রিক টন
6. BHIM-UPI ইনসেনটিভ স্কিমের অধীনে সর্বাধিক লেনদেনের পরিমাণ কত?
উত্তর:- ₹2,000
7. ইন্ডিয়া AI মিশন সম্প্রতি কার সাথে একটি MoU স্বাক্ষর করেছে?
উত্তর:- বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
8. সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 -এ ভারতের স্থান কত?
উত্তর:- 118 তম
9. জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি (NDTL) বার্ষিক সম্মেলন 2025 এর থিম কি ছিল?
উত্তর:- অ্যান্টি-ডোপিং বিজ্ঞান: উদ্ভাবন এবং চ্যালেঞ্জ
10. মধ্য এশীয় যুব প্রতিনিধিদলের আয়োজক দেশ কোনটি?
উত্তর:- ভারত।
আরও পড়ুন:- 23rd মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স