বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Important Questions Answers on Vedic Period | Vedic Age Important Questions Answers

বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Vedic Age Important Questions Answers
বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Important Questions Answers on Vedic Period

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Important Questions Answers on Vedic Periods . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Important Questions Answers on Vedic Period | Vedic Age Important Questions Answers।




বৈদিক যুগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Important Questions Answers on Vedic Period

1. বেদের শেষ ভাগের নাম উল্লেখ করো?

উত্তরঃ- বেদের শেষ ভাগের নাম অথর্ব।

2. বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়ে থাকে?

উত্তরঃ- উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়ে থাকে।


3. বেদ আনুমানিক কবে রচিত হয়েছিল?

উত্তরঃ- বেদ আনুমানিক খ্রিষ্টপূর্ব ১,৫০০ – ১০০০ অব্দের মধ্যে রচিত হয়।

4. বেদের কয়টি ভাগ ও কী কী?

উত্তরঃ- বেদের চারটি ভাগ আছে – যথা: ঋক, সাম, যজু ও অথর্ব।

5. প্রত্যেকটি বেদের কয়টি অংশ ও কী কী?

উত্তরঃ- প্রত্যেকটি বেদের চারটি অংশ, যথা – সংহিতা, ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত।

6. বেদ কথাটির উৎপত্তি হয় কীভাবে?

উত্তরঃ- বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়, বিদ শব্দের অর্থ হল জ্ঞান।


7. বৈদিক যুগে গৃহপতি বা কুলপা কাকে বলা হত?

উত্তরঃ- বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত।

8. বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম উল্লেখ করো?

উত্তরঃ- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি।

9. আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম উল্লেখ করো?

উত্তরঃ- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম হলো ব্রহ্মচর্য।

10. আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম উ করো?

উত্তরঃ- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম হলো সন্ন্যাসাশ্রম।


11. বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম উল্লেখ করো?

উত্তরঃ- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম ‘নিষ্ক’ ও ‘মনা’।

12. ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম উল্লেখ করো?

উত্তরঃ- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম হল সূত্রধর, চর্মকার, ছুতোর, তাঁতি, কুমোর, প্রভৃতি।

13. বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল?

উত্তরঃ- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গোরু।

14. আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল?

উত্তরঃ- আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গোরু।

15. বৈদিক সভ্যতা কী?

উত্তরঃ- বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠেছে তাই বৈদিক সভ্যতা নামে পরিচিত।

16. বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?

উত্তরঃ- বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা।

17. ঋকবেদে 'বলি' শব্দটি কী অর্থে ব্যবহার করা হত?

উত্তরঃ- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহার করা হত।


18. উপনিষদ কী?

উত্তরঃ- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ।

19. চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম উল্লেখ করো?

উত্তরঃ- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ।

20. বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত?

উত্তরঃ- বৈদিক যুগে সভা ও সমিতি-নামে দুটি জনসভা ছিল রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post