বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ecosystem Related Important Questions Answers

বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ecosystem Related Questions Answers
বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ecosystem Related Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ecosystem Related Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ecosystem Related Important Questions Answers।




বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ecosystem Related Important Questions Answers

1. বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলতে কী বোঝো?

উওর:- ইকোলজি শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ থেকে এসেছে যার অর্থ হলো বাসস্থান, ‘Logos’ শব্দটির অর্থ জ্ঞান। অর্থাৎ জীবের বাসস্থান সংক্রান্ত বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলা হয়।

2. পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে?

উওর:- কোনো একটি নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকেই পপুলেশান বলা হয়ে থাকে।


3. জীবমণ্ডল কাকে বলে?

উওর:- প্রকৃতির সমস্ত অঞ্চল যথা – বায়ুমণ্ডল, বারিমণ্ডল, অশ্মমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকেই একত্রে জীবমণ্ডল বলা হয়ে থাকে।

4. প্ল্যাঙ্কটন কাকে বলে?

উওর:- জলের উপর বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলা হয়ে থাকে। এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্ল্যাঙ্কটন (zoo plancton) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্ল্যাঙ্কটন (phytoplankton) বলা হয়ে থাকে।

5. স্বভোজী জীব বলতে কী বোঝো?

উওর:- যে সমস্ত জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্রস্তুত করে তাদের স্বভোজী জীব বলা হয়ে থাকে।


6. খাদ্যজালিকা বলতে কী বোঝো?

উওর:- বাস্তুতন্ত্রের একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালিকার আকার গঠন করে তাকে খাদ্যজালিকা বলে।

7. পশ্চিমবঙ্গের যে কোন দুটি অভয়ারণ্যের নাম উল্লেখ করো।

উওর:- জলদাপাড়া ও গরুমারা।

8. পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বনভূমি বর্তমান?

উওর:- সজনেখালিতে।

9. খাদক বলতে কী বোঝো?

উওর:- যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজেদের শক্তি সংগ্রহ করে তাদের খাদক বলা হয়।

10. অনবীভবনযোগ্য সম্পদ বলতে কী বোঝো?

উওর:- যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে পুনরায় প্রাপ্তি সম্ভব নয় তাদেরকে অনবীভবনযোগ্য সম্পদ বলা হয়ে থাকে। যেমন কয়লা, ধাতু, পেট্রোলিয়াম ইত্যাদি।


11. নেকটন বলতে কী বোঝো?

উওর:- জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে। যেমন- মাছ ইত্যাদি।

12. বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কোনটি?

উওর:- বায়োস্ফিয়ার।

13. বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলা হয়?

উওর:- চাঁদোয়া।

14. বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কী বলা হয়ে থাকে?

উওর:- ফ্লোরা।

15. পার্মাফ্রস্ট কোথায় দেখা যায়?

উওর:- তুন্দ্রা বায়মে।

16. সরলবর্গীয় বৃক্ষের অপর নাম উল্লেখ করো?

উওর:- টেগা।

17. পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত?

উওর:- ৭ শতাংশ।


18. নিরক্ষীয় বর্ষা অরণ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উওর:- ২৪০-৪৩০ সেমি।

19. চিপকো আন্দলন কোথায় শুরু হয়েছিল?

উওর:- উত্তরপ্রদেশে।

20. উত্তর আমেরিকার তৃণভূমির নাম উল্লেখ করো?

উওর:- প্রেইরী।

21. বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়?

উওর:- ১৯৮০ সালে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post