জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers

জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers
জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers।




জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers

1. উদ্ভিদের রসের উৎসস্রোতের জন্য দায়ী কোন কলা?

উত্তর:- জাইলেম কলা

2. উদ্ভিদের সংবহন কলা কোনগুলি?

উত্তর:- জাইলেম ও ফ্লোয়েম

3. ফ্লোয়েম কলার কাজ কী?

উত্তর:- পাতায় প্রস্তুত খাদ্যরস উদ্ভিদদেহের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া।


4. পরিণত অবস্থায় মানুষের লোহিতকণিকা কয় প্রকার?

উত্তর:- নিউক্লিয়াসবিহীন ও দ্বি-অবতল

5. রক্তের দুটি অজৈব উপাদান নাম লেখো।

উত্তর:- সোডিয়াম ও পটাশিয়াম

6. রক্তের দুটি জৈব উপাদানের নাম লেখো।

উত্তর:- গ্লুকোজ ও অ্যালবুমিন

7. রক্তে অবস্থিত ফ্যাট কোনগুলি?

উত্তর:- কোলেস্টেরল, প্রশমিত ফ্যাট

8. জেনঘটিত পদার্থ কোনগুলি?

উত্তর:- ইউরিয়া ইউরিক অ্যাসিড

9. রক্তকণিকার উৎসস্থল কোনটি?

উত্তর:- লাল অস্থিমজ্জা


10. রক্তকণিকার ধ্বংস স্থান কোনটি?

উত্তর:- যকৃৎ ও প্লিহা

11. রক্তের উপাদান কোনগুলি?

উত্তর:- রক্তকণিকা (লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা), রক্তরস

12. মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত?

উত্তর:- 120/80 mm Hg

13. লোহিতকণিকার কাজ কী?

উত্তর:- প্রধানত O2 ও CO2 পরিবহণ, অন্যান্য বস্তু বহন

14. শ্বেতকণিকার কাজ কী?

উত্তর:- জীবাণু ধ্বংস এবং রোগ প্রতিরোধ করা

15. অণুচক্রিকার কাজ কী?

উত্তর:- রক্ততঞ্চনে সাহায্য করা

16. লোহিতকণিকার জীবনকাল কত দিন?

উত্তর:- গড় আয়ু 120 দিন

17. শ্বেতকণিকার জীবনকাল কত দিন?

উত্তর:- গড় আয়ু 1-15 দিন


18. অণুচক্রিকার জীবনকাল জীবনকাল কত দিন?

উত্তর:- গড় আয়ু 3-10 দিন

19. মানবদেহের স্বাভাবিক হৃৎস্পন্দন কত?

উত্তর:- 72 বার প্রতি মিনিট

20. রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না কোনটির জন্য?

উত্তর:- হেপারিন-এর জন্য।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post