ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Metals And Non-metals Question Answers

ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Metals And Non-metals Question Answers
ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Metals And Non-metals Question Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Metals And Non-metals Question Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Metals And Non-metals Question Answers।




ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Metals And Non-metals Question Answers

1. পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সবচেয়ে ভারী প্রাকৃতিক ধাতু কোনটি?

উত্তর:- ইউরেনিয়াম

2. সবচেয়ে হাল্কা ধাতু কোনটি?

উত্তর:- লিথিয়াম 

3. সবচেয়ে ভারী অধাতু কোনটি?

উত্তর:- আয়ােডিন

4. সবচেয়ে হাল্কা অধাতু কোনটি?

উত্তর:- হাইড্রোজেন (গ্যাসীয়) 


5. সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি?

উত্তর:- পারদ 

6. সবচেয়ে হাল্কা তরল ধাতু কোনটি?

উত্তর:- গ্যালিয়াম 

7. সবচেয়ে ভারী কঠিন অধাতু কোনটি?

উত্তর:- কার্বন

8. তরল ধাতু কোনটি?

উত্তর:- পারদ, গ্যালিয়াম, সিজিয়াম 

9. তরল অধাতু কোনটি?

উত্তর:- ব্রোমিন 

10. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি?

উত্তর:-  টাংস্টেন (3,410 ডিগ্রি সেলসিয়াস)

11. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

উত্তর:- পারদ (-38.87 ডিগ্রি সেলসিয়াস) 

12. সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি?

উত্তর:- রেডন 


13. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি?

উত্তর:- হিলিয়াম 

14. নােবেল মেটাল কোনগুলী?

উত্তর:- তামা, রূপা, সােনা ইত্যাদি

15. সবচেয়ে দামী ধাতু কোনটি?

উত্তর:- প্লাটিনাম

16. সবচেয়ে কঠিন মৌল কোনটি?

উত্তর:- হীরক

17. সবচেয়ে হালকা মৌল কোনটি?

উত্তর:- করানডাম


18. ধাতু ও অধাতু উভয়ের গুণ বর্তমান কোন মৌলে?

উত্তর:- অ্যান্টিমনি, আর্সেনিক

19. সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে কোন ধাতু?

উত্তর:- রূপাে

20. চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হয় কত উষ্ণতায়?

উত্তর:- 750 ° C 

21. সবচেয়ে ভঙ্গুর ধাতু কোনটি?

উত্তর:- বিসমাথ

22. সবচেয়ে নমনীয় কোনটি?

উত্তর:- সােনা।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post