29th March 2025 Current Affairs in Bengali Quiz | 29th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th March 2025 Current Affairs in Bengali Quiz | 29th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th March 2025 Current Affairs in Bengali Quiz | 29th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 29th March 2025 Current Affairs in Bengali Quiz | 29th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th March 2025 Current Affairs in Bengali Quiz | 29th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



29th March 2025 Current Affairs in Bengali Quiz | 29th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন মন্ত্রণালয় জাতীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি চালু করেছে?

উত্তর:- আয়ুষ মন্ত্রক (Ministry of AYUSH)

2. কোন মন্ত্রণালয় সম্প্রতি "বলপন কি কবিতা" নামে একটি উদ্যোগ চালু করেছে?

উত্তর:- শিক্ষা মন্ত্রণালয় (Ministry of Education)

3. সম্প্রতি কোন মন্ত্রণালয় জাতীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি চালু করেছে?

উত্তর:- আয়ুষ মন্ত্রক


4. সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 -এ ভারতের স্থান কত?

উত্তর:- 118 তম

5. সম্প্রতি কেন্দ্রীয় সরকার সাংসদ এবং প্রাক্তন সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন কত শতাংশ বাড়িয়েছে?

উত্তর:- 24%

6. ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ (INTACH) এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অশোক সিং ঠাকুর

7. সম্প্রতি কে 2024 সালের 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- বিনোদ কুমার শুক্লা


8. সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করলো?

উত্তর:- কেরালা

9. সম্প্রতি কোন মন্ত্রণালয় ডিজিটাল ক্রপ সার্ভে (DCS) সিস্টেম চালু করেছে?

উত্তর:- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়

10. সম্প্রতি, ভারত কোন দেশের সাথে সবুজ ও ডিজিটাল শিপিং করিডোর (GDSC) এর জন্য লেটার অফ ইনটেন্ট (LOI) স্বাক্ষর করলো?

উত্তর:- সিঙ্গাপুর।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post