ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers
ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers।




ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers

1. “তুঘলক-নামা” গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- আমির খসরু

2. কোন গ্রন্থটিতে গিয়াসুদ্দিন-তুঘলকের সিংহাসন লাভের কাহিনী বর্ণনা আছে?

উত্তর:- তুঘলক-নামা


3. কোন সুলতানকে “সুলতানি যুগের আকবর” বলা হয়ে থাকে?

উত্তর:- ফিরোজ শাহ তুঘলক

4. কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে আসেন?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক

5. কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক

6. দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ রকম করের হাত থেকে মুক্তি দেন?

উত্তর:- ফিরোজ শাহ তুঘলক

7. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- গিয়াসুদ্দিন তুঘলক


8. গিয়াসুদ্দিন তুঘলকের প্রকৃত নাম কী ছিল?

উত্তর:- গাজী মালিক

9. জুনা খাঁ বা জোন খাঁ কার প্রকৃত নাম কী ছিল?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক

10. দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রেখেছিলেন কে?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক

11. কারাজল অভিযানে বিন তুঘলকের বাহিনীর সেনাপতি কে হয়েছিলেন?

উত্তর:- খসরু মালিক

12. দিল্লির কোন সুলতানের শেষ সামরিক অভিযান ছিল গুজরাটে বিদ্রোহী নেতা তঘির বিরুদ্ধে?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক

13. মহম্মদ বিন তুঘলক মারা যান কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৩৫১ খ্রিস্টাব্দে

14. সুলতান ফিরোজ শাহ তুঘলকের পিতা কে ছিলেন?

উত্তর:- রজ্জব


15. কোন সুলতানের মৃত্যুর পর দিল্লির মসনদ ২ দিনের জন্য সুলতানহীন হয়ে পড়েছিল?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক

16. সুলতানি যুগের আকবর কোন সুলতানকে বলা হয়ে থাকে?

উত্তর:- ফিরোজ শাহ তুঘলক

17. কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেন?

উত্তর:- এলফিনস্টোন

18. কোন করটি মহম্মদ বিন তুঘলক অনুমোদিত চারপ্রকার করের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর:- চুঙ্গি কর

19. কাকে “সেচ পরিকল্পনার জনক” বলা হয়ে থাকে?

উত্তর:- ফিরোজ শাহ তুঘলক

20. কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দিয়েছিলেন?

উত্তর:- ফিরোজ শাহ তুঘলক

21. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর:- নাসিরুদ্দিন মাহমুদ

22. গিয়াসুদ্দিন তুঘলকের পুত্র মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ছিল?

উত্তর:- জুনা খাঁ


23. কাকে পাগলা রাজা বলা হয়ে থাকে?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক কে

24. পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মহম্মদ-বিন-তুঘলক কী চালু করেছিলেন?

উত্তর:- আমীর-ই-কোহি

25. কার অনুকরণে মহম্মদ-বিন-তুঘলক টোকেন মুদ্রা চালু করেছিলেন?

উত্তর:- চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাইখাতু

26. মহম্মদ-বিন-তুঘলকের পরে কে দিল্লির সিংহাসনে বসেছিলেন?

উত্তর:- ফিরোজ-শাহ-তুঘলক

27. “কিতাব উল রহেলা” – গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- ইবন বতুতা

28. খামোস কোন ধরণের কর ব্যবস্থা?

উত্তর:- লুন্ঠিত দ্রব্যের ওপরে কর

29. সুলতানি যুগে তক্কাভি বলতে কী বোঝায়?

উত্তর:- সুলতানি যুগের এক প্রকার খাজনা

30. কোন সুলতান “কর্ম বিনিয়োগ কেন্দ্র” (Employment Exchange) স্থাপন করেছিলেন?

উত্তর:- ফিরোজ-শাহ-তুঘলক

31. ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেছিলেন?

উত্তর:- ফিরোজ-শাহ-তুঘলক

32. “তারিখ-ই-ফিরোজ শাহী” গ্রন্থটি গ্রন্থটি কে রচনা করেন? 

উত্তর:- জিয়াউদ্দিন বরণী

33. ১৩৯৮ সালে তৈমুর লং কার আমলে ভারত আক্রমণ করেছিলেন?

উত্তর:- নাসিরুদ্দিন মাহমুদ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post