সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 30th March 2025 Current Affairs in Bengali Quiz | 30th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th March 2025 Current Affairs in Bengali Quiz | 30th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th March 2025 Current Affairs in Bengali Quiz | 30th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. 23rd 'VARUNA' দ্বিপাক্ষিক নৌ মহড়া পরিচালিত হলো কোন কোন দেশের মধ্যে?
উত্তর:- ভারত-ফ্রান্স
2. আধার পরিষেবা উন্নত করতে সম্প্রতি কোন GenAI Company -এর সাথে পার্টনারশিপ করলো UIDAI?
উত্তর:- Sarvam AI.
3. প্রথম অ-আয়োজক দেশ হিসেবে 2026 ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো কোন দেশ?
উত্তর:- জাপান
4. সম্প্রতি প্রকাশিত "World Happiness Report 2025" -এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তর:- ফিনল্যান্ড
5. সম্প্রতি বিনামূল্যে দাঁতের চেক চিকিৎসার জন্য 'Mobile Dental Clinics' চালু করলো কোন সরকার?
উত্তর:- দিল্লী সরকার
6. অসাধারণ কনস্যুলার পরিষেবার জন্য ডেনমার্কের Knight’s Cross সম্মানে ভূষিত হলেন কে?
উত্তর:- বিজয় শঙ্কর
7. সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কে?
উত্তর:- জিম্বাবুয়ের Kirsty Coventry
8. কোচি রিফাইনারিতে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলো ওন সংস্থা?
উত্তর:- BPCL.
9. Goibibo -এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ক্রিকেটার?
উত্তর:- ঋষভ পন্থ
10. সম্প্রতি প্রকাশিত "To the Seventh Generation" শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- ড. ভি.আই. মাথন।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF