বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Subject Wise General Knowledge Questions Answers | Important General Knowledge Question Answers

বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Subject Wise General Knowledge Questions Answers
বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Subject Wise General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Subject Wise General Knowledge Questions Answers | Important General Knowledge Question Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Subject Wise General Knowledge Questions Answers | Important General Knowledge Question Answers।




বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Subject Wise General Knowledge Questions Answers

❏ জীববিদ্যা

1. মানব শরীরের কোন পাচকরসের মধ্যে উৎসেচক থাকে না?

উত্তর:- ​পিত্তরস।

2. ফ্যাট পরিপাকে সহায়তাকারী একটি উৎসেচকের নাম উল্লেখ করো?

উত্তর:- লাইপেজ। 

3. ফুসফুসীয় শিরায় কী ধরণের রক্ত প্রবাহিত হয়ে থাকে?

উত্তর:- বিশুদ্ধ রক্ত। 

4. ধুতরা গাছের পাতায় কোন উপক্ষার পাওয়া যায়?

উত্তর:- ডাটুরিন । 

5. কোন প্রাণী ক্ষণপদের সাহায্যে খাদ্যগ্রহণ করে থাকে?

উত্তর:- অ্যামিবা।

❏ পদার্থবিদ্যা 

7. এস.আই পদ্ধতিতে দ্রুতির একক উল্লেখ করো।

উত্তর:- মিটার/সেকেন্ড। 

8. জ্বরণ কী ধরনের রাশি?

উত্তর:- ভেক্টর রাশি। 

9. ‘এক্স রশ্মি’ উৎপাদনের যন্ত্রের নাম উল্লেখ করো।

উত্তর:- কুলিজ নল। 

10. কোন হীরেকে 'কার্বোনেডো’ বলা হয়?

উত্তর:- কালাে হীরে। 

11. টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোনশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে?

উত্তর:- তড়িৎশক্তি শব্দশক্তিতে।

❏ রসায়ন

12. কে সর্বপ্রথম অ্যামােনিয়া গ্যাস আবিষ্কার করেন?

উত্তর:- জোসেফ প্রিস্টলে (১৭৭৪ খ্রিস্টাব্দে)।

13. 'লাইকার অ্যামােনিয়া' কাকে বলা হয়? 

উত্তর:- অ্যামােনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে।

14. 'নাইট্রাইট' কী জাতীয় যৌগ?

উত্তর:- সমযােজী যৌগ। 

15. কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরত্ব পরিমাপ করা হয়?

উত্তর:- হাইড্রোমিটার। 

16. কোন অ্যাসিড লােহাকে নিষ্ক্রিয় করে দেয়?

উত্তর:- ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। 

❏ ইতিহাস 

17. সম্রাট আকবরের মন্ত্রীর নাম কী ছিল?

উত্তর:- বীরবল।

18. ভারতে কোন বিদেশি শাসনকর্তারা ‘ক্ষত্রপ’ উপাধি ধারণ করেছিল?

উত্তর:- উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা।

19. প্ৰয়াগের মেলা কী নামে পরিচিত ছিল?

উত্তর:- মহামােক্ষ ক্ষেত্র। 

20. কোনশব্দ থেকে 'মােঙ্গল' শব্দটির উৎপত্তি হয়েছিল?

উত্তর:- মােঙ্গ (এর অর্থ 'নির্ভীক')। 

21. সুফিদের ২ টি সম্প্রদায়ের নাম উল্লেখ করো।

উত্তর:- চিশতি ও সুরাবর্দী 

❏ ভূগােল

22. বিশ্বের উচ্চতম রেল সেতু 'দ্য আর্কঅফ চেনাব' চেনাব নদী থেকে কত মিটার উঁচুতে এই সেতুটি তৈরি করা হয়েছে?

উত্তর:- ৩৫৯ মিটার।

23. ভারতে সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে?

উত্তর:- গুজরাত। 

24. কোন শহরকে 'ভারতের বিজ্ঞান নগরী' বলে?

উত্তর:- বেঙ্গালউরু। 

25. 'বরােদা' শহরের নাম এখন কী রাখা হয়েছে?

উত্তর:- ভাদোদরা। 

26. 'পিছবনী' ও 'রসুলপুর' নদী পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর:- পূর্ব মেদিনীপুর জেলা।

​❏ আন্তর্জাতিক ভূগােল 

27. বক্সাইট উৎপাদনে পৃথিবীতে বিখ্যাত দেশ কোনটি?

উত্তর:- জামাইকা। 

28. কোন দেশকে পৃথিবীর 'সুগার ব্যোল" বলা হয়?

উত্তর:- কিউবা।

29. ইউরােপের রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কোনটি?

উত্তর:- কয়লা। 

30. বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?

উত্তর:- সেন্ট লরেন্স। 

31. কোন দেশ টিউলিপ ফুলের জন্য বিখ্যাত?

উত্তর:- হল্যান্ড। 

❏ রাষ্ট্রনীতি 

32. 'সমষ্টি উন্নয়ন প্রকল্প' এর প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- বলবন্ত রাই মেহেতা। 

33. ভারতের কোন রাজ্যের পৃথক সংবিধান আছে?

উত্তর:- জম্মু ও কাশ্মীর।

34. ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে?

উত্তর:- অ্যাটর্নি জেনারেল। 

35. কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়ােগ করে থাকেন?

উত্তর:- রাষ্ট্রপতি। 

36. সুপ্রিম কোর্ট এর বিচারপতি তাঁর মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে, কার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন?

উত্তর:- ​রাষ্ট্রপতি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post