সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Environmental Studies Questions And Answers In Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Environmental Studies Questions And Answers In Bengali।
পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Environmental Studies Questions And Answers In Bengali
1. বাতাসের মধ্যে কোন গ্যাসটির পরিমান সবচেয়ে বেশি?
উত্তর:- নাইট্রোজেন।
2. বাতাসের মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমান কত?
উত্তর:- 78.08%
3. বাতাসের মধ্যে অক্সিজেন গ্যাসের পরিমান কত?
উত্তর:- 20.60%
4. বাতাসের মধ্যে কার্বনডাই অক্সাইডের পরিমান কত?
উত্তর:- 0.003%
5. বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কোনটি?
উত্তর:- সবুজ উদ্ভিদের দ্বারা করা সালকশংশ্লেষ।
6. প্রধান গ্রীন হাউস গ্যস কোনটি?
উত্তর:- কার্বন–ডাই অক্সাইড।
7. বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 5 ই জুন।
8. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 7 ই এপ্রিল।
9. বিশ্ব AIDS দিবস কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 1st ডিসেম্বর।
10. বিশ্ব- ক্যানসার দিবস কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 4th ফেব্রুয়ারী।
11. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয়ে থাকে?
উত্তর:- জলাভুমিকে।
12. বায়ু মন্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়?
উত্তর:- স্টাটোস্ফিয়ার।
13. ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মিকে শোষন করে?
উত্তর:- অতিবেগুনী রশ্মি।
14. কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয়ে থাকে?
উত্তর:- ওজোন স্তর।
15. ওজোন স্তরের সর্বাধিক ক্ষতিসাধন করে কোনটি?
উত্তর:- CFC (ক্লোরোফ্লুরো কার্বন)।
16. ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের সাহায্যে?
উত্তর:- ডবসন একক।
17. CFC -এর ব্যবসায়ীক নাম উল্লেখ করো?
উত্তর:- ফ্রেয়ন।
18. ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরটিতে?
উত্তর:- স্টাটোস্ফিয়ার।
19. ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল?
উত্তর:- 1984 সালে।
20. ভূপাল গ্যাস দূর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস?
উত্তর:- MIC (মিথাইল আইসোসায়ানেট)।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF