সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Environmental Science Questions And Answers In Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Environmental Science Questions And Answers In Bengali।
পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Environmental Science Questions And Answers In Bengali
1. মন্ট্রিল প্রোটোকল কী জন্য হয়েছিল?
উত্তর:- ওজোন স্তরের ক্ষয় নিবারনের জন্য মন্ট্রিল প্রোটোকল হয়েছিল।
2. কত সালে কোথায় মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়?
উত্তর:- 1987 সালে, কানাডায়।
3. বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি?
উত্তর:- থার্মোস্ফিয়ার।
4. বসুন্ধরা সন্মেলন কোথায় হয়েছিল?
উত্তর:- ব্রাজিলের রিও-ডি-জেনেরিও তে।
5. বাতাসে ভাসমান সুক্ষ্ম ধুলি কনা গুলিকে কী বলা হয়?
উত্তর:- SPM (সাসপেন্ডেট পার্টিকুলেট ম্যাটার)।
6. বাতাসের SPM মাপতে কী ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর:- হাই ভলিউম স্যাম্পলার।
7. ফুলের রেনুর ফলে কোন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- আল্যার্জী বা হাঁপানি
8. পারদ দূষনের ফলে মানব দেহে কোন রোগ সৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- মিনামাটা।
9. ক্যাডমিয়াম দুষনের ফলে কোন রোগটি সৃষ্টি হয়?
উত্তর:- ইটাই ইটাই।
10. সীসা দুষনের ফলে কোন রোগটি হয়?
উত্তর:- ডিসলক্সিয়া।
11. আর্সেনিক দূষনের ফলে কোন রোগটি হয়?
উত্তর:- ব্ল্যাকফুট ডিজিজ।
12. সিলিকোসিস রোগের প্রধান কারন কোনটি?
উত্তর:- সিলিকার গুঁড়ো।
13. অম্ল- বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?
উত্তর:- সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
14. জলজ আনুবীক্ষনিক জীবগুলিকে কী বলা হয়?
উত্তর:- প্লাঙ্কটন।
15. রক্তে কীসের উপস্থিতিতে 'Blue Baby' উপসর্গ দেখা যায়?
উত্তর:- মিথিমোগ্লোবিন।
16. সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা কে?
উত্তর:- রিচেল কারসন।
17. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর:- কেরলার কালাক্কার।
18. চিপকো আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয়?
উত্তর:- সুন্দরলাল বহুগুনা।
19. নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয়?
উত্তর:- মেধা পাটেকর।
20. পৃথিবী থেকে প্রতি বছর যে পরিমান বনভূমি বিলীন হচ্ছে আনুমানিক তার পরিমান কত?
উত্তর:- ১৭০ লক্ষ হেক্টর।
21. বায়ু মন্ডলের প্রতি ১ কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কত ডিগ্রী?
উত্তর:- 6.45 ডিগ্রী।
22. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবনাক্ত জলের পরিমান কত শতাংশ?
উত্তর:- 97%
23. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমান কত শতাংশ?
উত্তর:- 3%.
24. সমুদ্রের জলে দ্রবীভূত লবনের পরিমান গড়ে কত শতাংশ?
উত্তর:- 35%
25. বাস্তুতন্ত্রের 10 শতাংশ সূত্রের প্রবক্তার নাম উল্লেখ করো?
উত্তর:- লিন্ডেম্যান।
26. ‘ইকোলজি’ কথাটি সর্ব প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তর:- আর্নেস্ট হেকেল।
27. ‘ইকোসিস্টেম’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তর:- ট্যান্সলে।
28. আবর্জনার স্তুপ থেকে কোন গ্যাস নির্গত হয়ে থাকে?
উত্তর:- মিথেন।
29. পৃথিবীতে অপুষ্টিতে ভুগছে এমন লোকের সংখ্যা প্রায় কত?
উত্তর:- 80 কোটি।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF