সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History Important Questions Answers।
ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History Important Questions Answers
1. বাংলার প্রথম নবাব কে ছিল?
উত্তর:- মুর্শিদকুলি খান।
2. ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে।
3. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল?
উত্তর:- ১৭৩৯ খ্রিস্টাব্দে।
4. বিধবা বিবাহ আইন কত খ্রীস্টাব্দে পাস হয়?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে।
5. 'সব মুনিষে প্রজা মম' -এইটি কার উক্তি?
উত্তর:- অশোক পাল
6. পাল যুগের দুজন ভাস্করের নাম উল্লেখ করো?
উত্তর:- ধীমান ও বিত পাল।
7. দানসাগর ও অদ্ভুতসাগর এর রচয়িতার নাম লেখো।
উত্তর:- বল্লাল সেন
8. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম লেখো?
উত্তর:- জুনা খাঁ।
9. ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কে ছিলেন?
উত্তর:- আনন্দ পাল
10. দিল্লির সুলতানি আমল কত খ্রীস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে।
11. তৈমুর লং এর ভারত আক্রমণের সময়কালে ভারতের সম্রাট কে ছিলেন ?
উত্তর:- তুঘলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দিন মামুদ।
12. পোদ্দন কে ছিল?
উত্তর:- কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ও সর্বশ্রেষ্ঠ তেলেগু কবি ছিলেন।
13. বাবরের আসল নাম লেখো?
উত্তর:- জহিরউদ্দিন মহম্মদ বাবর।
14. আকবরের আসল নাম লেখো?
উত্তর:- জালালউদ্দিন আহম্মেদ আকবর।
15. দ্বৈত শাসনের প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- লর্ড ক্লাইভ।
16. শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটক এর নাম লেখো?
উত্তর:- বর্নিয়ে ও মানুচি।
17. জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল?
উত্তর:- পট্টভি সীতারামাইয়া
18. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী পদে কে ছিলেন?
উত্তর:- তেজো।
19. স্যার টমাস রো কার দরবারে আসেন?
উত্তর:- জাহাঙ্গীরের দরবারে।
20. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- লালা হরদয়াল।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF