ভারতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers

ভারতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers
ভারতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers।




ভারতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian History Important Questions Answers

1. হোমরুল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- অ্যানি বেসান্ত।

2. নব্য বঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- ডিরোজিও।


3. আজাদ হিন্দ ফৌজ কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল?

উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দে।

4. আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯৪৩ সালের ২১ শে অক্টোবর।

5. মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিলেন কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ৬ ই এপ্রিল ১৯৩০ খ্রিস্টাব্দে।


6. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রীস্টাব্দে ঘটেছিল?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে।

7. সুভাষচন্দ্র বসু কত খ্রীস্টাব্দে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন?

উত্তর:- ১৭ ই জানুয়ারি ১৯৪১।

8. ভারতের নৌ বিদ্রোহ কত খ্রীস্টাব্দে হয়েছিল?

উত্তর:- ১৯৪৬ খ্রীস্টাব্দের ১৮ ই ফেব্রুয়ারি।

9. ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ কে ছিলেন?

উত্তর:- লর্ড ডালহৌসি

10. কোলকাতা বিশ্ব বিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল?

উত্তর:- ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি।

11. ভারতীয় শিক্ষা সার্ভিস কমিশন কত খ্রীস্টাব্দে গঠিত হয়?

উত্তর:- ১৮৯৬ খ্রিস্টাব্দে।


12. ব্রাহ্মসমাজ কত খ্রীস্টাব্দে দু-ভাগে ভাগ হয়েছিল?

উত্তর:- ১৮৬৫-৬৬ খ্রিস্টাব্দে।

13. ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- সৈয়দ আহমদ খান।

14. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৮৭৫ খ্রীস্টাব্দে সৈয়দ আহমদ খান।

15. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন কে?

উত্তর:- ভি. ডি. সাভারকর।

16. কোন কংগ্রেস অধিবেশনের পর মহম্মদ আলি জিন্না কংগ্রেস ত্যাগ করেন?

উত্তর:- নাগপুর অধিবেশন ১৯২০।

17. মিরাত-উল-আকবরের সঙ্গে কোন মহাপুরুষের নাম জড়িত?

উত্তর:- রাজা রামমোহন রায়।


18. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ১৭১৭ সালের ফরমান কে প্রদান করেছিলেন?

উত্তর:- ফারুকশিয়ার।

19. জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিল?

উত্তর:- উধম সিং।

20. ১৯২৪ এর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?

উত্তর:- মহাত্মা গান্ধী।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post