সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায় সম্পর্কে প্রশ্ন উত্তর | Annadashankar Roy related Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায় সম্পর্কে প্রশ্ন উত্তর | Annadashankar Roy related Important Questions Answers।
বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায় সম্পর্কে প্রশ্ন উত্তর | Annadashankar Roy related Important Questions Answers
1. অন্নদাশঙ্কর রায় কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর:- ১৯০৪ খ্রীষ্টাব্দে।
2. অন্নদাশঙ্কর রায় কত খ্রীষ্টাব্দে দেহত্যাগ করেন?
উত্তর:- ২০০৩ খ্রীষ্টাব্দে।
3. অন্নদাশঙ্কর রায়ের পিতার নাম কী ছিল?
উত্তর:- নিমাইচরণ রায়।
4. অন্নদাশঙ্কর রায়ের মাতার নাম কী ছিল?
উত্তর:- হেমনলিনী দেবী।
5. অন্নদাশঙ্কর রায়ের প্রথম উপন্যাসের নাম কী ছিল? এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর:- ‘সত্যাসত্য’। এটি প্রথম ‘বিচিত্রা’ পত্রিকায় প্রকাশিত হয়।
6. ‘সত্যাসত্য’ উপন্যাসটি ক’টি উপন্যাসের কাহিনীর সমন্বয়ে গড়ে উঠেছিল? সেগুলি কী কী?
উত্তর:- ৬টি। সেগুলি হল-
(১) যার যথা দেশ – ১৯৩২ খ্রীষ্টাব্দ
(২) অজ্ঞাতবাস – ১৯৩৩ খ্রীষ্টাব্দ
(৩) দুঃখমোচন – ১৯৩৩ খ্রীষ্টাব্দ
(৪) কলঙ্কবতী – ১৯৩৪ খ্রীষ্টাব্দ
(৫) মর্ত্যের স্বর্গ – ১৯৪০ খ্রীষ্টাব্দ
(৬) অপসারণ – ১৯৪২ খ্রীষ্টাব্দ।
7. ‘রত্ন ও শ্রীমতী’ উপন্যাসটির ক’টি ভাগ? সেগুলি কী কী? ভাগগুলির প্রকাশসাল উল্লেখ করো।
উত্তর:- ৩টি। সেগুলি হল-
(১) রত্ন ও শ্রীমতী (১ম ভাগ) – ১৯৫৭ খ্রীষ্টাব্দ
(২) রত্ন ও শ্রীমতী (২য় ভাগ) – ১৯৫৮ খ্রীষ্টাব্দ
(৩) রত্ন ও শ্রীমতী (৩য় ভাগ) – ১৯৭১ খ্রীষ্টাব্দ।
8. ‘ক্রান্তদর্শী’ উপন্যাসটির খণ্ড সংখ্যা ক’টি? সেগুলি কী কী? ভাগগুলির প্রকাশসাল উল্লেখ করো।
উত্তর:- ৪টি। সেগুলি হল-
(১) ক্রান্তদর্শী (১ম পর্ব) – ১৩৮৯ বঙ্গাব্দ
(২) ক্রান্তদর্শী (২য় পর্ব) – ১৩৯১ বঙ্গাব্দ
(৩) ক্রান্তদর্শী (৩য় পর্ব) – ১৩৯২ বঙ্গাব্দ
(৪) ক্রান্তদর্শী (৪র্থ পর্ব) – ১৩৯৩ বঙ্গাব্দ।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF