সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ব্রিটিশ শাসনে ইলবার্ট বিলের ভূমিকা | Ilbert Bill in British Governance | History Gk All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ব্রিটিশ শাসনে ইলবার্ট বিলের ভূমিকা | Ilbert Bill in British Governance | History Gk All Competitive Exam।
ব্রিটিশ শাসনে ইলবার্ট বিলের ভূমিকা | Ilbert Bill in British Governance | History Gk All Competitive Exam
❏ ইলবার্ট বিল:- ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রবর্তিত এক ফৌজদারি আইনবিধি (Code of Criminal Procedure) অনুযায়ী প্রেসিডেন্সি আদালত ছাড়া অন্য কোথাও কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট বা দায়রা বিচারক (Session Judge) ইউরোপীয়দের বিচার করার অধিকারী ছিল না।
কেবলমাত্র ইউরোপীয় বিচারকই ইউরোপীয়দের বিচার করতে পারত। উদারপন্থী বড়োলাট লর্ড রিপন এই বৈষম্যমূলক, জাতিভেদমূলক এবং অযৌক্তিক আইনকে দূর করার জন্য সচেষ্ট হলেন। এই উদ্দেশ্যে বড়োলাটের পরামর্শে তৎকালীন আইনসদস্য স্যার ইলবার্ট Criminal Procedure Amendment Bill- নামে একটি আইনের খসড়া তৈরি করেন। এই খসড়া আইনটিই ইলবার্ট বিল নামে পরিচিত। এই খসড়া আইনে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমান মর্যাদা ও ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়।
❏ ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলনের কারণ:- এই খসড়া প্রস্তাব প্রকাশের সঙ্গে সঙ্গে। ইউরোপীয়রা এই প্রস্তাবিত আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু করে। ভারতীয় বিচারকরা তাদের সমমর্যাদা লাভ করায় তারা ক্ষুব্ধ হয়। তাদের মতে শ্বেতাঙ্গদের বিচার করার মতো যোগ্যতা ভারতীয় বিচারকদের নেই। তারা Defence Association স্থাপন করে ও তার শাখা সারা ভারতে ছড়িয়ে দিয়ে তাদের অধিকার রক্ষার জন্য তুমুল আন্দোলন শুরু করে।
এমনকি তারা বড়োলাট লর্ড রিপনকে ধিক্কার জ্ঞাপন ও ভীতি প্রদর্শন করতে থাকে। ব্রিটেনের বিখ্যাত 'ইংলিশম্যান’ পত্রিকাও লর্ড রিপনের তীব্র সমালোচনা করে। ইউরোপীয়দের তীব্র বিরোধিতায় শেষপর্যন্ত লর্ড রিপন নতি স্বীকারে বাধ্য হন।
❏ আন্দোলনের গুরুত্ব:- ভারতের জাতীয় আন্দোলনে ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই ঘটনায় ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে জাতিগত বৈষম্য আরও তীব্র হয়ে উঠল। ভারতীয়রা উপলব্ধি করল তাদের দাবিদাওয়া আদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই আন্দোলন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছিল।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF