জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | General Science Important Questions Answers

জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | General Science Important Questions Answers
জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | General Science Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | General Science Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | General Science Important Questions Answers।




জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | General Science Important Questions Answers

1. যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়ে থাকে তাকে কী বলা হয়?

উত্তর:- রেইন গেজ

2. মানুষের লালারসে কোন উৎসেচক থাকে যেটি ব্যাকটেরিয়া ধ্বংস করে?

উত্তর:- লাইসোজম


3. ”এক্স রশ্মি” কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- উইলহেলম কনরাড রন্টজেন


4. লুনার কস্টিক এর আসল নাম কী?

উত্তর:- সিল্ডার নাইট্রেট

5. গ্রানা ও স্ট্রোমা কোনটির মধ্যে থাকে?

উত্তর:- ক্লোরোপ্লাস্টে

6. নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কয়টি হয়?

উত্তর:- 2n

7. কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে?

উত্তর:- থ্রম্বোকাইনেজ

8. কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়?

উত্তর:- পিটুইটারি গ্রন্থি

9. কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়?

উত্তর:- নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড


10. কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে?

উত্তর:- প্যারাথিয়ন

11. 'হাইগ্রোমিটারে' কি পরিমাপ করা হয়?

উত্তর:- বায়ুর আপেক্ষিক আদ্রর্তা

12. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়?

উত্তর:- জিওলাইট

13. ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের রঙ কী?

উত্তর:- বাদামি

14. নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে তার বর্ণ কেমন হবে?

উত্তর:- হলুদ


15. লাফিং গ্যাস আসলে কী?

উত্তর:- নাইট্রাস অক্সাইড

16. ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?

উত্তর:- লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে।

17. সাদা কপার সালফেটের মধ্যে জল মেশালে কোন রঙ ধারণ করবে?

উত্তর:- নীল।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post