মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতীয় স্বাধীনতা আইন | Mountbatten Plan and Indian Independence Act

মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতীয় স্বাধীনতা আইন | Mountbatten Plan and Indian Independence Act
মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতীয় স্বাধীনতা আইন | Mountbatten Plan and Indian Independence Act

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতীয় স্বাধীনতা আইন | Mountbatten Plan and Indian Independence Act . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতীয় স্বাধীনতা আইন | Mountbatten Plan and Indian Independence Act।




মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতীয় স্বাধীনতা আইন | Mountbatten Plan and Indian Independence Act

❏ মাউন্টব্যাটেন পরিকল্পনা: এই সময় ভারতে সাম্প্রদায়িক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর মাউন্টব্যাটেন তাঁর ভারত বিভাগ সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপিত করেন। ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ রা জুন এই পরিকল্পনা ঘোষিত হয়। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে স্থির হয় যে:

● (১) ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলির জনগণ একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র স্থাপন করতে পারবে। এরজন্য পৃথক গণপরিষদ গঠিত হবে।

● (২) দেশ বিভক্ত হলে বাংলা ও পাঞ্জাব প্রদেশ দুটিও ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে।

● (৩) উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ভবিষ্যৎ গণ-ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।

● (৪) বিভক্ত বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য একটি কমিশন গঠিত হবে। ১৯৪৭ খ্রিস্টাব্দের জুন মাসে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটি মাউন্টব্যাটেন পরিকল্পনা সমর্থন করে। কংগ্রেস জনগণের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে ভারত বিভাগের সিদ্ধান্ত মেনে নেয়। কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেল ও নেহরু ভারত বিভাগের সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা নিয়েছিলেন।

১৯৪৬ খ্রিস্টাব্দের শেষদিক থেকে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তাঁরা অনুভব করলেন যে, মুসলিম লীগের সঙ্গে থেকে এক সঙ্গে সরকার পরিচালনা করা সম্ভব নয়। এইভাবে নানান প্রতিকূল পরিস্থিতিতে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হল, কিন্তু অখণ্ড ভারতের স্বাধীনতার প্রত্যাশা অপূর্ণ থেকে গেল।

❏ ভারতীয় স্বাধীনতা আইন: ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ ই জুলাই ব্রিটিশ সংসদ ভারতীয় স্বাধীনতা আইন অনুমোদন করে। এই আইনের দ্বারা ঠিক হয় যে:

● (১) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট থেকে ভারত দ্বি-খণ্ডিত হয়ে দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হবে।

● (২) সিন্ধু, বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে।

● (৩) অবশিষ্ট ব্রিটিশ ভারত নিয়ে ভারতীয় ডোমিনিয়ন গঠিত হবে।

● (৪) ভারত ও পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথ -এর মধ্যে থেকে রাষ্ট্রীয় স্বায়ত্তশাসন পাবে।

● (৫) দুই দেশের গণপরিষদ নিজেদের সংবিধান রচনা করবে।

জুলাই মাসে ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা আইন গৃহীত হয়। এই আইনের ভিত্তিতে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ক্ষমতা হস্তান্তরের দিন ধার্য করা হল।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post