SLST গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SLST Group D Exam Question Answer

SLST গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SLST Group D Exam Question Answer
SLST গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SLST Group D Exam Question Answer

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি SLST গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SLST Group D Exam Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SLST গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SLST Group D Exam Question Answer।




SLST গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SLST Group D Exam Question Answer

1. জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় কত সালে?

উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়।

2. গোয়া ভারতভুক্ত হয় কত সালে?

উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়।


3. তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয় কোথায়?

উত্তর:- হায়দ্রাবাদে।

4. ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দরনগর কাদের উপনিবেশ ছিল?

উত্তর:- ফরাসিদের উপনিবেশ ছিল চন্দরনগর।

6. দেশভাগের পর কোন অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল?


উত্তর:- পূর্ববঙ্গ দেশভাগের পর পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল।

7. দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দে।

8. ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট ব্যাবস্তা চালু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে।

9. নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি কার রচনা?

উত্তর:- অতীন বন্ধোপাধ্যায়।


10. কেয়াপাতার নৌকা গ্রন্থটি কার রচনা?

উত্তর:- প্রফুল্ল্য রায়।

11. নতুন ইহুদি গ্রন্থটি কার রচনা?

উত্তর:- সলিল সেন।

12. নীলিমা ইব্রাহিমের লেখা গ্রন্থটি কার লেখা?

উত্তর:- আমি বীরাঙ্গনা বলছি।


13. দোয়াময়ীর কথা লেখা গ্রন্থটি কার লেখা?

উত্তর:- সুরন্দা সিকদার।

14. বসত গ্রন্থটি কার লেখা?

উত্তর:- শওকত আলীর।

15. ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা?

উত্তর:- খুশবন্ত সিং।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post