SSC গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SSC Group D Exam Questions Answers

SSC গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SSC Group D Exam Questions Answers
SSC গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SSC Group D Exam Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি SSC গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SSC Group D Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SSC Group D Exam Questions Answers।




SSC গ্রুপ -ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | SSC Group D Exam Questions Answers

1. রাজ্য পুনর্গটন কমিশন -এর সভাপতি কে ছিলেন?

উত্তর:- রাজ্য পুনর্গটন কমিশন -এর সভাপতি ছিলেন বিচারপতি ফজল আলি।

2. সংযুক্ত মহারাষ্ট্র সমিতি কোন ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে?

উত্তর:- সংযুক্ত মহারাষ্ট্র সমিতি মারাঠি ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে।


3. মহাগুজরাট জনতা কোন ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে?

উত্তর:- মহাগুজরাট জনতা গুজরাটি নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে।

4. বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক শ্রীকৃত সরকারি ভাষার সংখ্যা কত?

উত্তর:- বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক শ্রীকৃত সরকারি ভাষার সংখ্যা ২২ টি।


5. ১৯৬৪ খ্রিস্টাব্দে ত্রিপুরার সরকারি ভাষা কী ছিল?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দে ত্রিপুরার সরকারি ভাষা ছিল বাংলা।

6. রাজ্য পুনর্গটন কমিশন মহারাষ্ট্র ও পাঞ্জাব সম্পর্ক কী সিদ্বান্ত নেয়?

উত্তর:- রাজ্য পুনর্গটন কমিশন মহারাষ্ট্র ও পাঞ্জাব কে অখন্ড রাখার সিদ্বান্ত নেয়।

7. কবে কোন অঞ্চল নিয়ে পৃথক মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়?

উত্তর:- ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশের মারাঠি ভাষাভাষী – অঞ্চল নিয়ে পৃথক মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়।


8. সরকারি ভাষা কমিশনের দুজন সদর্শের নাম লেখো?

উত্তর:- সুনীতিকুমার চট্যোপাধ্যায় ও পি সুব্বারওয়ান।

9. সরকারি ভাষা আইনের মূল সিদ্বান্ত কী ছিল?

উত্তর:- সরকারি ভাষা আইনের মূল সিদ্বান্ত ছিল যে, সরকারি ভাষা হিসাবে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষা অনির্দিষ্টকাল চলবে।

10. ১৯৬৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ ও আসামের সরকারি ভাষা কী ছিল?

উত্তর:- বাংলা ও অসমীয়া ছিল পশ্চিমবঙ্গ ও আসামের সরকারি ভাষা।

11. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কবে গঠিত হয়?

উত্তর:- ১৯৪৮ খ্রিস্টাব্দে।

12. সত্রন্ত ভাষাভিত্তিক অণ্ধপ্রদেশ কবে গঠিত হয়?

উত্তর:- ১৯৫৩ খ্রিস্টাব্দে।


13. ভারত ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি?

উত্তর:- অণ্ধপ্রদেশ।

14. সরকারি ভাষা আইন পাস্ হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর:- ১৯৬৩ খ্রিস্টাব্দে।

15. উর্দু কোথাকার অন্যতম সরকারি ভাষা?

উত্তর:- জুম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post