খেলা ধূলা সংক্রান্ত জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Sports Related Questions Answers in Bengali

খেলা ধূলা সংক্রান্ত জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Sports Related Questions Answers in Bengali
খেলা ধূলা সংক্রান্ত জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Sports Related Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি খেলা ধূলা সংক্রান্ত জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Sports Related Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে খেলা ধূলা সংক্রান্ত জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Sports Related Questions Answers in Bengali।




খেলা ধূলা সংক্রান্ত জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Sports Related Questions Answers in Bengali

1. কোন সময় ঘুড়ি প্রতিযোগিতা শুরু হয়?

উত্তর:- আনুমানিক  খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে  ঘুড়ি প্রতিযোগিতা শুরু হয়।

2. খেলাধুলার ইতিহাসচর্চা কোন সময় থেকে  শুরু হয়?

উত্তর:- ১৯৭০ খ্রিস্টাব্দ থেকে খেলাধুলার ইতিহাসচর্চা  শুরু হয়।


3. মোহনবাগান ক্লাব প্রথম কবে শিল্ড জয় করে?

উত্তর:- ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব প্রথম শিল্ড জয় করে।

4. মোহনবাগান ক্লাব যে বছর ফুটবল  শিল্ড জয়  করে সেই  বছরটির অন্য এক ঐতিহাসিক তাৎপর্য লেখো?

উত্তর:- মোহনবাগান ক্লাব যে বছর ফুটবল  শিল্ড জয়  করে ওই বছরেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।


5. হকির জাদুকর, কাকে বলা হয়?

উত্তর:- ধ্যানচাঁদ -কে হকির জাদুকর  বলা হয়।

6. ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস  হিস্ট্রি কবে স্থাপিত হয়?

উত্তর:- ১৯৮২  খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস  হিস্ট্রি স্থাপিত হয়।

7. ক্রিকেটের ইতিহাসচর্চায় কোন বাঙ্গালি বিশেষ খ্যাতি লাভ করেছেন?

উত্তর:- বোরিয়া মজুমদার ক্রিকেটের ইতিহাসচর্চায় বিশেষ খ্যাতি লাভ করেছেন।


8. ১৯১১ খ্রিস্টাব্দে আইএফএস শিল্ডে মোহনবাগান ক্লাব কোন দলকে পরাজিত করে?

উত্তর:- ১৯১১ খ্রিস্টাব্দে আইএফএস শিল্ডে মোহনবাগান ক্লাব ইয়র্কসায়ার রেজিমেন্ট দলকে পরাজিত করে।

9. ভারতীয় ক্রিকেটের পথিকৃত কে ছিলেন?

উত্তর:- ভারতীয় ক্রিকেটের পথিকৃত ছিলেন রণজিৎ সিং।

10. গোবর গুহের প্রকৃত নাম কী?

উত্তর:- গোবর গুহের প্রকৃত নাম যতীন্দ্র প্রসাদ গুহ। 

11. যতীন্দ্র প্রসাদ গুহ কোন খেলার সঙ্গে যুক্ত  ছিলেন?

উত্তর:- যতীন্দ্র প্রসাদ গুহ কুস্তি ও মল্লযুদ্ধ খেলায় পারদর্শী ছিলেন।

12. গোষ্ঠ পাল কোন খেলায় সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- গোষ্ঠ পাল ফুটবল খেলায় সঙ্গে যুক্ত ছিলেন।


13. কত খ্রিস্টাব্দে মোহমেডান পোটিং ক্লাব স্থাপিত হয়?

উত্তর:- ১৮৯২ খ্রিস্টাব্দে মোহমেডান পোটিং ক্লাব স্থাপিত হয়। 

14. কত  খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল  ক্লাব স্থাপিত হয়?

উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল ক্লাব স্থাপিত হয়।

15. ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়?

উত্তর:- কলকাতা শহরকে ফুটবলের মক্কা বলা হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post