WBPSC গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC Important Questions Answers

WBPSC গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC Important Questions Answers
WBPSC গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBPSC গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC Important Questions Answers।




WBPSC গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC Important Questions Answers

1. সিকিম রাজ্যের প্রধান সরকারি ভাষা কী?

উত্তর:- নেপালি।

2. ভারতের লৌহমানব বলা হয় কাকে?

উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেলকে।


3. কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্টা কে করেন?

উত্তর:- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

4. গদর শব্দের অৰ্থ কী?

উত্তর:- বিপ্লব।

5. বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন কে?

উত্তর:- ক্ষুদিরাম বসু।


6. ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্টা কে করেন?

উত্তর:- পুলিনবিহারী বসু।

7. প্লুটো গ্রহ কে আবিষ্কার করেন?

উত্তর:- ক্লাইড টমবগ

8. মাছ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে?

উত্তর:- তামিলনাড়ু

9. প্রথম চন্দ্রগুপ্তের উত্তরসূরি কে ছিলেন?

উত্তর:- সমুদ্রগুপ্ত


10. দোয়াময়ীর কথা লেখা গ্রন্থটি কার লেখা?

উত্তর:- সুরন্দা সিকদার।

11. বসত গ্রন্থটি কার লেখা?

উত্তর:- শওকত আলীর।

12. গণভোটের মাধমে ভারতের কোন রাজ্য অন্তর্ভুক্ত হয়?

উত্তর:- গণভোটের মাধমে ভারতের জুনাগড় রাজ্য অন্তর্ভুক্ত হয়।

13. সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?

উত্তর:- ১৯৭৫ খ্রিস্টাব্দে।


14. মেহেরচাঁদ মহাজন কে ছিলেন?

উত্তর:- মেহেরচাঁদ মহাজন ছিলেন দেশীয় রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী।

15. কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেখ আব্দুল্লাহ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post