মগধের অভ্যুত্থানের কারণ সমূহ | Causes of the Magadha Uprising

মগধের অভ্যুত্থানের কারণ সমূহ | Causes of the Magadha Uprising
মগধের অভ্যুত্থানের কারণ সমূহ | Causes of the Magadha Uprising

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মগধের অভ্যুত্থানের কারণ সমূহ | Causes of the Magadha Uprising . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মগধের অভ্যুত্থানের কারণ সমূহ | Causes of the Magadha Uprising।




মগধের অভ্যুত্থানের কারণ সমূহ | Causes of the Magadha Uprising

❏ মগধের অভ্যুত্থানের কারণ সমূহ (Causes of the Magadha Uprising)

বিম্বিসারের রাজত্বকালে অঙ্গরাজ্যের জয়ের ভিতর দিয়ে মগধের অগ্রগতির ইতিহাসের সূচনা হয় এবং সম্রাট অশোকের কলিঙ্গ বিজয়ে সেই অগ্রগতির সমাপ্তি ঘটে। কয়েক শতাব্দী ধরে মগধ রাজ্যটি ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র এবং এই রাজ্যকে কেন্দ্র করেই উত্তর ভারতের ইতিহাস আবর্তিত হতে থাকে। প্রকৃতপক্ষে মগধের জয়লাভকে প্রাচীন ভারতে রাজতন্ত্রের আদর্শের জয়লাভ বলে মনে করা হয়ে থাকে।


■ মগধের অভ্যুত্থানের কারণ : মগধের এই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, এর মূলে কতকগুলি কারণ ছিল। এইসব কারণ প্রসঙ্গে ডঃ ব্যাসাম, ডঃ রোমিলা থাপার ও রামশরণ শর্মা প্রমুখ ঐতিহাসিকদের মতামত হ’ল :

● (১) ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ মগধের অভ্যুত্থানের অনুকূল ছিল। পাহাড় ও নদনদী দ্বারা পরিবেষ্টিত থাকায় মগধের নিরাপত্তার কোনো অভাব ছিল না। মগধের প্রথম রাজধানী রাজগৃহ পাঁচটি পাহাড়ের মাঝখানে সুরক্ষিত ছিল । মগধের পরবর্তী রাজধানী পাটলিপুত্র ছিল গঙ্গা ও শোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। সুতরাং এই রাজধানীও সুরক্ষিত ছিল।


● (২) নদীবিধৌত অঞ্চলে মগধ রাজ্যের অবস্থিতি হওয়ায় কৃষির যথেষ্ট সহায়ক হয়। কৃষিজমির উর্বরতার কারণে ফসলের উৎপাদন ছিল প্রচুর। প্রকৃতপক্ষে সে যুগে গাঙ্গেয় উপত্যকা ছিল ভারতের শস্যভাণ্ডার।

● (৩) মগধের নদনদীগুলি সমৃদ্ধ ব্যাবসাবাণিজ্যের সহায়ক ছিল। এছাড়া সমুদ্র উপকূলে অবস্থিত বিভিন্ন অঙ্গরাজ্য জয় করার পর মগধের অভ্যন্তরীণ বাণিজ্য সমুদ্রগামী বহিবাণিজ্যের সঙ্গে যুক্ত হয়।


● (৪) উর্বর কৃষিজমি ছাড়াও, গভীর জঙ্গলের মূল্যবান কাঠ ও হাতি মগধের নৌবাহিনী ও হস্তিবাহিনী গঠনের সহায়ক হয়। সে সময় মগধের ধলভূম ও সিংভূম অঞ্চল ছিল লৌহ ও তাম্র সম্পদের এক বিশাল ভাণ্ডার। সুতরাং খনিজ সম্পদেও মগধ ছিল সমৃদ্ধ।

● (৫) মগধের নৃপতিদের মধ্যে বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ এবং পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের ব্যক্তিগত যোগ্যতা ও কূটনৈতিক দক্ষতা ছিল মগধের উত্থান ও সাফল্যের অন্যতম কারণ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post