ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল | Tripartite Struggle and its Results

ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল | Tripartite Struggle and its Results
ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল | Tripartite Struggle and its Results

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল | Tripartite Struggle and its Results . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল | Tripartite Struggle and its Results।




ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল | Tripartite Struggle and its Results

❏ ত্রিশক্তি সংগ্রাম ও এর ফলাফল (The Tripartite Struggle and its Results):

হর্ষবর্ধনের পরবর্তী যুগে আর্যাবর্তের রাজনৈতিক ক্ষেত্রে কনৌজ ছিল কেন্দ্রবিন্দু। কনৌজে প্রাধান্য স্থাপনকে কেন্দ্র করে এই যুগে মালবের গুর্জর-প্রতিহার, দক্ষিণ-ভারতের রাষ্ট্রকুট ও বাংলার পালবংশের মধ্যে এক প্রবল ত্রিশক্তি সংগ্রামের’ উদ্ভব হয়। ত্রি-শক্তি সংগ্রাম ছিল হর্ষবর্ধনের পরবর্তী যুগে ভারতের ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য।


■ [1] ত্রিশক্তি সংগ্রামের প্রথম পর্ব : প্রতিহার বংশের রাজা বৎসরাজ ৭৮৩ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের কনৌজ নগরটি দখল করেন। প্রতিহাররা কনৌজ দখল করলে তাদের সঙ্গে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট এবং বাংলার পাল রাজাদের সংঘর্ষ বাধে। প্রতিহার বৎসরাজ বাংলার পালবংশীয় রাজা ধর্মপালকে পরাস্ত করেন ও গঙ্গা-যমুনা উপত্যকায় উত্তর-ভারতের এক বিশাল অঞ্চল দখল করেন। কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রকূট বংশীয় রাজা ধ্রুব বৎসরাজকে পরাস্ত করলে বৎসরাজ কনৌজ ছেড়ে চলে যান। ধ্রুব ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হন এবং তাঁকে পরাজিত করেন। কিন্তু ধ্রুব বাংলার দিকে অগ্রসর না হয়ে দাক্ষিণাত্যে ফিরে যাওয়ায় ধর্মপাল কনৌজসহ উত্তর ভারতের বিরাট অংশে আধিপত্য বিস্তার করেন। ফলস্বরূপ ত্রি-শক্তি সংগ্রামের প্রথম পর্বের যুদ্ধে বাংলার পাল রাজারাই লাভবান হন।


■ [২] ত্রিশক্তি সংগ্রামের দ্বিতীয় পর্ব : ধর্মপালের এই আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি। নবম শতকের প্রথম দিকে প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট কনৌজ আক্রমণ করে তা দখল করে নেন। এরপর তিনি বাংলার দিকে অগ্রসর হয়ে মুঙ্গেরের কাছে ধর্মপালকে পরাজিত করেন। ঠিক এই সময়ে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ নাগভট্টকে প্রতিরোধ করে পরাজিত করতে সমর্থ হন। কিন্তু তৃতীয় গোবিন্দ দাক্ষিণাত্যে ফিরে গেলে ধর্মপাল আবার হৃতরাজ্য উদ্ধার করেন। সেই অর্থে ত্রিশক্তিসংগ্রামের দ্বিতীয় পর্বের যুদ্ধেও ধর্মপাল লাভবান হন।


■ [৩] ত্রিশক্তি সংগ্রামের তৃতীয় পর্ব : ধর্মপালের পুত্র দেবপাল প্রতিহার রাজ প্রথম ভোজ বা মিহির ভোজ রাষ্ট্রকূটদের পরাজিত করে দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তার করেন। এই ভাবে তৃতীয় পর্বের যুদ্ধেও পাল রাজারা তাদের বিজয় গৌরব বজায় রাখতে সমর্থ হন।

■ [৪] ত্রিশক্তি সংগ্রামের চতুর্থ পর্ব : দেবপালের মৃত্যুর পর পালবংশের দুর্বলতা এবং বহিরাক্রমণের ফলে রাষ্ট্রকূট রাজ্যের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে প্রতিহাররাজ প্রথম ভোজ বুন্দেলখণ্ড জয় করেন। এরপর তিনি মগধের সীমান্ত পর্যন্ত অগ্রসর হয়ে পালবংশীয় রাজাকে পরাস্ত করেন ও বাংলার কিছু অংশ দখল করে নেন। রাষ্ট্রকূট-রাজ দ্বিতীয় কৃষ্ণকে পরাস্ত করে প্রতিহার রাজ প্রথম ভোজ, মালব ও গুজরাট দখল করেন। পরবর্তী প্রতিহার - রাজ প্রথম মহেন্দ্রপাল (৮৮৫ ৯১০ খ্রিঃ) পালরাজা নারায়ণপালকে পরাস্ত করে মগধ জয় করেন এবং কিছুদিনের জন্য উত্তরবঙ্গে নিজের প্রভুত্ব বজায় রাখেন।


■ [৫] ত্রিশক্তি সংগ্রামের শেষ পর্ব : রাষ্ট্রকূট-রাজ তৃতীয় ইন্দ্র প্রতিহার-রাজ মহীপালকে পরাস্ত করে তাঁকে কনৌজ ত্যাগ করতে বাধ্য করেন। এই পরাজয়ের পর প্রতিহার সাম্রাজ্যের পতন শুরু হয় এবং রাষ্ট্রকূটরা সাফল্য লাভ করে।

■  ত্রিশক্তি সংগ্রামের ফলাফল :

● (১) কনৌজকে কেন্দ্র করে প্রায় দুশো বছর ধরে যে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রি-শক্তি সংঘর্ষ হয়েছিল তাতে কেউই স্থায়ীভাবে কনৌজের ওপর একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করতে পারে নি, উপরন্তু তিনটি রাজ্যই সামরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছিল।

● (২) কনৌজ দখলের লড়াইয়ে সর্বদা ব্যস্ত থাকাবার ফলে তিনটি রাজ্যের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা দুর্বল হয়ে যায়।

● (৩) দীর্ঘকালীন এই যুদ্ধের ব্যয়ভার বহন করতে প্রত্যেকেই অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছিল।

● (৪) শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে সামন্ত রাজারা বিদ্রোহ ঘোষণা করে। বারংবার বিদ্রোহের ফলে ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়ে গেলে তার পরিণতি হিসাবে ইসলাম শক্তির ভারত অভিযানের পথ প্রশস্ত হয়ে ওঠে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post