সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 14th October 2025 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th October 2025 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
14th October 2025 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্রতিবছর 14th অক্টোবর "World Standards Day" পালন করা হয়।
2. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি "প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা" প্রকল্প চালু করেছেন।
3. সম্প্রতি ‘নমো সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি’ IIT ভুবনেশ্বরে স্থাপিত হতে চলেছে?।
4. সম্প্রতি অনুষ্ঠিত জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম পদক জেতেছেন লিনথোই চানম্বাম।
5. ডঃ সোনালী ঘোষ সম্প্রতি "IUCN WCPA -কেন্টন মিলার অ্যাওয়ার্ড" আন্তর্জাতিক পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছেন।
6. সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ‘ভিক্ষিত ভারত বিল্ডাথন 2025’ আয়োজন করছে।
7. ভারতীয় সেনাবাহিনী "AUSTRAHIND 2025" অনুশীলনে অংশগ্রহণ করল অস্ট্রেলিয়ার সাথে।
8. Flipkart এবং Pine Labs 'Flipkart ভারত যাত্রা কার্ড' লঞ্চ করেছে।
9. সম্প্রতি মহারাষ্ট্র সমুদ্র সৈকত "আন্তর্জাতিক নীল পতাকা" সার্টিফিকেশন পেয়েছে।
10. সম্প্রতি RBI -এর নতুন এক্সজিকিউটিভ হিসেবে নিযুক্ত হয়েছেন সোনালী সেন গুপ্ত।
আরও পড়ুন:- 12th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স