12th October 2025 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th October 2025 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
12th October 2025 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 12th October 2025 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th October 2025 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



12th October 2025 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিরল ইউরোপীয় পাখি Ortolan Bunting সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা গেছে?

2. ইউনেস্কোর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ এল-এনানি। তিনি মিশরের নাগরিক।


3. সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার "জ্ঞান যজ্ঞ মন্ডপ" নামে ডিজিটাল লাইব্রেরি চালু করতে চলেছে।

4. নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) সম্প্রতি রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (RRU) -এর সাথে একটি MoU স্বাক্ষর করেছে।

5. সরকারী শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট ((ITI) আধুনিকীকরণের জন্য ভারত সরকার "PM–SETU" প্রকল্প চালু করেছে।


6. ভারতের প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক ট্রাক ব্যাটারি সোয়াপিং এবং চার্জিং স্টেশন হরিয়ানায় উদ্বোধন করা হয়েছে।

7. 2025 সালের অক্টোবরে 10 তম জাতীয় স্তরের দূষণ প্রতিক্রিয়া অনুশীলন (NATPOLREX-X) চেন্নাই -এ অনুষ্ঠিত হলো।

8. The New Strategic Arms Reduction Treaty (New START) চুক্তি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র -এর মধ্যে স্বাক্ষরিত হলো।


9. ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2025 এর 9 তম সংস্করণ নয়াদিল্লি -তে অনুষ্ঠিত হলো।

10. সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) 'মিগ লা পাস' -এ বিশ্বের উচ্চতম মোটরযোগ্য রাস্তা নির্মাণ করেছে।

আরও পড়ুন:- 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post