সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 16th October 2025 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th October 2025 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th October 2025 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্রতিবছর 16th অক্টোবর "বিশ্ব খাদ্য দিবস" (World Food Day) পালন করা হয়।
2. ফরচুন লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৫ -এ কাকে হিউম্যান রিসোর্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (TCIL)
3. সম্প্রতি আর্মেনিয়া আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন (IUCN) এর নতুন সদস্যপদ লাভ করেছে।
4. দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য WHO আঞ্চলিক কমিটির ৭৮তম অধিবেশন শুরু হয়েছে কলম্বোতে।
5. সম্প্রতি টোকেনাইজড ফাইন্যান্সের জন্য ইউনিফাইড মার্কেট ইন্টারফেস চালু করেছে RBI.
6. লুধিয়ানার ICAR -ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেজ রিসার্চ -এর প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন শিবরাজ সিং চৌহান।
7. সম্প্রতি ড্যান কাটজ IMF প্রথম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।
8. নতুন বেগোনিয়া প্রজাতি ‘চৌনা বুকু চুলু (আর্যরক্ত)’ সম্প্রতি অরুণাচল প্রদেশ রাজ্যে আবিষ্কৃত হয়েছে।
9. ডিজিটাল সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত ও যুক্তরাজ্যের নতুন উদ্যোগের নাম ভারত-যুক্তরাজ্য সংযোগ ও উদ্ভাবন কেন্দ্র।
10. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু ও কাশ্মীরে স্থাপিত হয়েছে।
আরও পড়ুন:- 14th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স