সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রাইমারি টেট প্রশ্ন উত্তর | Primary Tet Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারি টেট প্রশ্ন উত্তর | Primary Tet Important Questions Answers।
প্রাইমারি টেট প্রশ্ন উত্তর | Primary Tet Important Questions Answers
1. সর্বশিক্ষা অভিযান শুরু হয় কত সালে?
২০০০
২০০২
২০০৪
২০০৬
উত্তর:- ২০০০
2. স্পিয়ারম্যানের তত্তওটি পরিমার্জিত হয় -
1910
1915
1920
1925
উত্তর:-1920
3. ব্রেইল পদ্ধতিতে শিক্ষালাভ করে কারা?
মূকরা
বধিররা
অন্ধরা
মানসিক প্রতিবন্ধীরা
উত্তর:-অন্ধরা
4. PYKNIC এর মধ্যে কোন উপাদানটি লক্ষ করা যায় না ?
CYCLOID
SCHIZOTYEME
SCHIZOID
SHCLOSPRENE
উত্তর:-SHCLOSPRENE
5. শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রবর্তক হলেন -
ভুন্ট
ড্রেভার
ম্যাকডুগাল
ওয়াটসন
উত্তর:- ভুন্ট
6. কখনো মিথ্যা কথা বলা উচিত নয় -এটা কি ধরনের বাক্য ?
আবেগ সূচক
সংশয় সূচক
নির্দেশক
অনুজ্ঞাসূচক
উত্তর:-অনুজ্ঞাসূচক
7. ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী অন্যতম গ্যাস হল -
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোকার্বন
নাইট্রোজেন ডাই অক্সাইড
কার্বন মনোক্সাইড
উত্তর:- কার্বন মনোক্সাইড
8. Matching test কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী ?
প্রাক-মাধ্যমিক
প্রাথমিক
প্রাক-প্রাথমিক
মাধ্যমিক
উত্তর:-প্রাক-প্রাথমিক
9. From known to unknown হল -
Maxims of teaching
Method of teaching
Class of teaching
Science of teaching
উত্তর:-Maxims of teaching
10. Puzzle Box - এর সঙ্গে কোন মনোবিদের নাম জড়িত ?
ব্লেয়ার
থর্নডাইক
থমসন
স্কিনার
উত্তর:-থর্নডাইক
11. মনোবিজ্ঞানকে "আত্মার বিজ্ঞান" বলে উল্লেখ করেছেন -
কান্ট
অ্যারিস্টটল
রুশো
পেস্তালাৎসি
উত্তর:-অ্যারিস্টটল
12. জেনেটিক এপিস্টেমোলজির প্রবক্তা হলেন :
কান্ট
পিয়াজেঁ
কোহলবার্গ
বান্দুরা
উত্তর:-পিয়াজেঁ
13. যানবাহনে CNG ব্যবহারের কারণ
এটি সহজলভ্য
এটি সন্তা
এটি কমদূষণ করে
কোনোটি নয়
উত্তর:-এটি কমদূষণ করে
14. স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হল-
মুক্ত চিড়িয়াখানা
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
গণ্ডার সংরক্ষণ প্রকল্প
দার্জিলিং তুষার চিতা প্রকল্প
উত্তর:-সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
15. Heuristic শিক্ষা কৌশলের প্রবক্তা হলেন-
OSBORN
SKINNER
CROWDER
PAVLOV
উত্তর:-OSBORN
16. Pavlov এর তত্ত্বটি হল-
TYPE-I শিখন
TYPE-III শিখন
TYPE-II শিখন
TYPE-IV শিখন
উত্তর:- TYPE-I শিখন
17. Find the meaning of the given idiom : To tempt providence-
TO INVITE PUNISHMENT
TO ACHIEVE A FORTUNE
TO TAKE RECKLESS RISKS
TO HAVE GOD`S FAVOUR
উত্তর:-TO TAKE RECKLESS RISKS
18. একটি ছাত্রদল 4802 টাকা খরচ করে । ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে ?
49
98
196
147
উত্তর:-98
19. 65 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত 10 : 9 , ওই মিশ্রনে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8 : 5 হবে ?
16 1/4
17
16
14 1/4
উত্তর:-16 1/4
20. পুরুদ্রেকের কারন
অনুষঙ্গ
শিখন
শিক্ষণ
সংবেদন
উত্তর:-অনুষঙ্গ
21. কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ?
নিকর
সমূহ
বৃন্দ
কুল
উত্তর:-নিকর
22. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
কণ্ঠ
শ্বাসনালী
স্বরতন্ত্রী
ফুসফুস
উত্তর:-ফুসফুস
23. দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3; তাদের মাসিক খরচের অনুপাত 5:8, যদি প্রত্যেকে প্রতিমাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন, তবে তাদের মাসিক বেতন কত ?
1200 টাকা, 18,000 টাকা
2,400 টাকা, 3,600 টাকা
2,000 টাকা, 3,000 টাকা
1,600 টাকা, 2,400 টাকা
উত্তর:-2,400 টাকা, 3,600 টাকা
24. কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260 কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
35
30
40
45
উত্তর:-35
25. শিশুদের ভাষায় বিকাশের ক্ষেত্রে নীচের কোনটি ত্রুটি পূর্ণ-
তোতলামি
অধিক কথা বলা
হিজিবিজি লেখা
চুপচাপ প্রকৃতি
উত্তর:-তোতলামি
26. Use correct prepositions : He is eager __ a promotion in his services.
TO
FOR
WITH
FROM
উত্তর:-FOR
27. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল
দাঁতের পাটি ও আলজিভ
ফুসফুস ও ওষ্ঠ
জিহ্বা ও ওষ্ঠা
নরম তালু ও জিহবা
উত্তর:-জিহ্বা ও ওষ্ঠা
28. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি থাকলে পরবর্তী "ন" মুখ-"ণ" হয়। এর উদাহরণ কোনটি?
কারণ
কৃপণ
হরিণ
ভীষণ
উত্তর:-হরিণ
29. রক্তচাপ মাপা হয়-
SPECTOMETER যন্ত্রে
ANIMOMETER যন্ত্রে
THERMOMETER যন্ত্রে
SPHIGMO MANOMETER যন্ত্রে
উত্তর:-SPHIGMO MANOMETER যন্ত্রে
30. Improve the bracketed part of the given sentence : All the shops and restaurants (have been closed) during the bandh last Saturday-
WERE CLOSED
HAS BEEN CLOSED
ARE BEING CLOSED
NO IMPROVEMENT NEEDED
উত্তর:-WERE CLOSED
31. স্থুল অর্থে পরিণমন হল-
বেড়ে ওঠা
ঘুম থেকে ওঠা
কৈশোরকাল
বার্ধক্য
উত্তর:-বেড়ে ওঠা
32. ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ন
ণ
ন্ন
ন্য
উত্তর:-ণ
33. ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মি. এন. বি. হ্যালহেড
উইলিয়াম কেরী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর:-মি. এন. বি. হ্যালহেড
34. মনোবিদ কোহলান হলেন-
আচরণবাদী
ক্রিয়াবাদী
সমগ্রতাবাদী
যুক্তিবাদী
উত্তর:-সমগ্রতাবাদী
35. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
শব্দ
বাক্য
পদ
অক্ষর
উত্তর:-শব্দ
36. আত্ম সচেতনতা একটি
জৈবিক প্রেষণা
ব্যক্তিগত প্রেষণা
সামাজিক প্রেষণা
কোনোটিই নয়
উত্তর:-ব্যক্তিগত প্রেষণা
37. এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ?
2 বছর
2½ বছর
3½ বছর
5 বছর
উত্তর:- 5 বছর
38. A ও B একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে কাজ করলে কাজটি শেষ করতে তাদের 4 দিন সময় লাগবে। A এর একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?
12 দিন
15 দিন
18 দিন
10 দিন
উত্তর:-10 দিন
39. বিধানসভায় এক নির্বাচন কেন্দ্রে 80% ভোটার ভোট দিলেন, প্রদত্ত মোট ভোটের 65% পেয়ে কোনো প্রার্থী বিজয়ী হন, মোট ভোটের শতকরা কত ভোট তার অনুকূলে পড়েছিল ?
59%
45%
52%
48%
উত্তর:-52%
40. শিশুর বিকাশ হল-
আকারের পরিবর্তন
ওজনের পরিবর্তন
আয়তনের পরিবর্তন
গুণগত পরিবর্তন
উত্তর:-গুণগত পরিবর্তন
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
