সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর | WBP, WBCS, WBPSC, SSC, Banking, UPSC Exams . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর | WBP, WBCS, WBPSC, SSC, Banking, UPSC Exams।
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর | WBP, WBCS, WBPSC, SSC, Banking, UPSC Exams
১. রাজস্থানে নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের এক বছর পূর্তি উপলক্ষে রাজ্য-স্তরের প্রদর্শনীর উদ্বোধন কে করেছিলেন?
উত্তর:- অমিত শাহ
২. ২০২৫ সালে Clari5-এর NCRP ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক কে হয়েছিলেন?
উত্তর:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
৩. নিম্নলিখিত কোনটির সাথে, প্রথম EA₹N Rupay ক্রেডিট কার্ড নির্বিঘ্নে সংহত করা হয়েছে?
উত্তর:- UPI
৪. ২০২৫ সালের জুনে ICC ক্রিকেট হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল?
উত্তর:- মহেন্দ্র সিং ধোনি
৫. ২০২৪-২৫ চ্যাম্পিয়নস মরসুমে কোন ভারতীয় ক্রীড়া দল রঞ্জি ট্রফি জিতেছিল?
উত্তর:- বিদর্ভ
৬. ২০২৫ সালে NSE গভর্নিং বোর্ডের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হন?
উত্তর:- শ্রীনিবাস ইনজেটি
৭. কোন দেশ প্রথমবারের মতো ২০২৫ সালের UEFA সুপার কাপ জিতেছিল?
উত্তর:- প্যারিস সেন্ট-জার্মেইন
৮. ২০২৪-২৫ মৌসুমে কোন দল ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জিতেছিল?
উত্তর:- মোহনবাগান সুপারজায়ান্টস
৯. ২০২৫ সালে স্কেচার্স কোন ভারতীয় সুপার জায়ান্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল?
উত্তর:- মোহাম্মদ সিরাজ
১০. ২০২৫ সালের আগস্টে কোন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৫ম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন?
উত্তর:- ডেভিড ওয়ার্নার
১১. সম্প্রতি কোন ভারতীয় শহর আন্তর্জাতিক নীল পতাকার স্বীকৃতি পেয়েছে?
উত্তর:- মহারাষ্ট্র
১২. ২০২৫ সালের আন্তর্জাতিক শস্য বিজ্ঞান সম্মেলনের আয়োজন করেছে কোন ভারতীয় শহর?
উত্তর:- নয়াদিল্লি
১৪. ২০২৫ সালে চোখের যত্ন এবং ছানি অস্ত্রোপচারের জন্য 'নয়নামৃতম ২.০' প্রকল্পটি কোন ভারতীয় রাজ্য চালু করেছে?
উত্তর:- কেরালা
১৫. ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ জিতেছে?
উত্তর:- ভারত
১৬. সুদর্শন চক্র কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
উত্তর:- প্রতিরক্ষা
১৭. ভারতের অংশগ্রহণে কোন দেশ 'ব্রাইট স্টার ২০২৫' আয়োজন করেছিল?
উত্তর:- মিশর
১৮. ২০২৪ সালের আইসিসি মহিলা ক্রিকেটার কে নির্বাচিত করা হয়েছে?
উত্তর:- আমেলিয়া কের
১৯. আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব উদ্বোধন করেছে কোন রাজ্য?
উত্তর:- হরিয়ানা
২০. ‘গ্লোবাল স্পেক্স ২০৩০’ উদ্যোগ কে চালু করেছিলেন?
উত্তর:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২১. বিহারের নতুন রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন?
উত্তর:- আরিফ মোহাম্মদ
২২. ২০২৫ সালের গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারত কোন স্থানে রয়েছে?
উত্তর:- ৩৮
২৩. ২০২৫ সালের ব্রিকস শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল?
উত্তর:- ব্রাজিল
২৪. প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলনের আয়োজক কোন শহর?
উত্তর:- আবুধাবি
২৫. ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর:- টোকিও, জাপান
২৬. রাণী দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশ
২৭. ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- সিকিম।
২৮. ২০২৫ সালের এআই অ্যাকশন শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর:- প্যারিস
২৯. ২০২৮ সালের বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ কে আয়োজন করবে?
উত্তর:- অস্ট্রেলিয়া
30. ২০২৫ সালের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা কোন দেশ আয়োজন করেছিল?
উত্তর:- সুইজারল্যান্ড।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
