অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali | PART -2

অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali | PART -2
অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali।




অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali                      

1. কোন এক পরীক্ষায়, পরীক্ষার্থীদের 5% অযোগ্য বিবেচিত হয় এবং যোগ্য পরীক্ষার্থীদের 85% জেনারেল ক্যাটাগরিতে পড়ে। যদি যোগ্য পরীক্ষার্থীদের মধ্যে 4275 জন অন্যান্য ক্যাটাগরিভুক্ত হয়, তবে মোট কতজন পরীক্ষার জন্য আবেদন করেছিল?
(A) 35,000
(B) 30,000
(C) 25,000
(D) 20,000

উত্তর:-(B) 30,000

2. যদি A = B -এর 4/5 অংশ এবং B = C -এর 5/2 অংশ হয়, তবে A : C = ?
(A) 1 : 2
(B) 2 : 1
(C) 2 : 3
(D) 1 : 3

উত্তর:-(B) 2 : 1


3. (96)² + (63)² = (?)² - (111)² - 8350 হলে ? স্থানে কোন সংখ্যা বসবে?
(A) 33856
(B) 30276
(C) 174
(D) 184

উত্তর:-(D) 184

4. পাঁচটির মধ্যে প্রথম চারটির গড় 26 এবং শেষ চারটির গড় 25 হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত ?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4

উত্তর:-(D) 4

5. যদি a:b = b:c হয়, তবে a⁴ : b⁴ -এর মান হবে :
(A)  ac : b²
(B)  a² : c²
(C)  c² : a²
(D)  b² : ac

উত্তর:-(B)  a² : c²

6. তিনটি সংখ্যার অনুপাত 5 : 7 : 12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত?
(A) 160
(B) 150
(C) 130
(D) 120

উত্তর:-(D) 120

7. পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে পাশ নম্বর অপেক্ষা 22 নাম্বার বেশি পায়। তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল?
(A) 450
(B) 650
(C) 500
(D) 550

উত্তর:-(C) 500


8. একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি এক টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য -
(A) 170 টাকা
(B) 168 টাকা
(C) 186 টাকা
(D) 180 টাকা

উত্তর:-(B) 168 টাকা

9. একজন ক্রিকেটারের 9 ইনিংসের গড় রান 49 হলে, দশম ইনিংসে কত রান করলে গড় 50 হবে ?
(A) 51
(B) 55
(C) 59
(D) 60

উত্তর:-(C) 59

10. আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে :
(A) 20%
(B) 25%
(C) 16⅔%
(D) 18%

উত্তর:-(B) 25%

 

আরও পড়ুন:- অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Part-1 

Previous Post Next Post