সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 23rd July 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd July 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
23rd July 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ২০২৫ অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ ৭% নির্ধারণ করল কোন ব্যাঙ্ক?
উত্তর:- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
2. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৪ -এর থিম কী হতে চলেছে?
উত্তর:- The Future is Now.
3. সম্প্রতি ৩৫টি ইউরোপীয় দেশের জন্য ৯০ দিনের ভিসা ফ্রি রেজিমের সূচনা করল কোন দেশ?
উত্তর:- বেলারুশ
4. ভয়েস ওভার আর্টিস্টদের প্রশিক্ষণের জন্য সম্প্রতি জোটবদ্ধ হয়েছে কোন কোন কোম্পানি?
উত্তর:- NDFC এবং নেটফ্লিক্স।
5. সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে?
উত্তর:- Ursula Von Der Leyen.
6. সুরিনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- সুভাষ প্রসাদ গুপ্ত
7. সম্প্রতি প্রকাশিত "The Prisoner of Bhopal" শিরোনামে নতুন উপন্যাসটি লিখলেন কে?
উত্তর:- টিম ওয়াকার
8. 2023-24 সালের অর্থনৈতিক সমীক্ষায় প্রস্তাবিত প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরিমাণ কত?
উত্তর:- 8000 টাকা
9. মহিলাদের T20I তে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন?
উত্তর:- স্মৃতি মান্ধান
10. সম্প্রতি ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- মানোলো মার্কেজ তিনি স্পেনের বাসিন্দা।
আরও পড়ুন:- 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স