সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd August 2024 Current Affairs in Bengali Quiz | 3rd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd August 2024 Current Affairs in Bengali Quiz | 3rd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
3rd August 2024 Current Affairs in Bengali Quiz | 3rd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Kristen Michal?
উত্তর:- এস্তোনিয়া
2. ২০৩০ সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশ আয়োজন করবে?
উত্তর:- ফ্রান্স
3. সম্প্রতি কোন ভারতীয় বলিউড অভিনেতাকে প্যারিসের গ্রেভিন মিউজিয়াম থেকে কাস্টম স্বর্ণমুদ্রা প্রদান করা হলো?
উত্তর:- শাহরুখ খান
4. 2026 সালের World Leaders Summit কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর:- লন্ডন
5. সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা প্রাপ্ত 'Nelson Mandela Legacy Sites' কোন দেশে অবস্থিত?
উত্তর:- দক্ষিণ আফ্রিকা
6. সম্প্রতি কোন রাজ্যে কার্গিল বীর ক্যাপ্টেন হানিফ উদ্দিনের মূর্তি উন্মোচন করা হয়েছে?
উত্তর:- কেরালা
7. সম্প্রতি অনুষ্ঠিত All India Education Conference 2024 কোন শহরে আয়োজিত হলো?
উত্তর:- নিউ দিল্লি
8. সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োজিত হলেন জিষ্ণু দেব বর্মা?
উত্তর:- তেলেঙ্গানা
9. ২০২৫ সালের পুরুষদের T20 এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- ভারত
10. সম্প্রতি অনুষ্ঠিত বেলজিয়ান গ্রান্ড প্রিক্স ২০২৪ খেতাব অর্জন করলেন কে?
উত্তর:- লিউস হ্যামিলটন।
আরও পড়ুন:- 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স