সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র | Satellite Images and Topographical Maps Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র | Satellite Images and Topographical Maps Questions Answers ।
মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র | Satellite Images and Topographical Maps Questions Answers
1. কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত আলোকচিত্রকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- উপগ্রহ চিত্র
2. তড়িৎচুম্বকীয় বিকিরণ কোন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর:- দূর সংবেদন
3. উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে নিষ্ক্রিয় পদ্ধতিতে শক্তির উৎস হিসেবে কাজ করে কে?
উত্তর:- সূর্য
4. মিলিয়ন শিটের 10 x 10 অন্তরকে কটি অংশে ভাগ করে ডিগ্রি শিট পাওয়া যায়।
উত্তর:- 16 টি
5. ডিগ্রি শিটকে 15′ x 15′ অন্তরকে কটি অংশে ভাগ করে এক ইঞ্চি শিট পাওয়া যায়।
উত্তর:- 16 টি
6. INSAT প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল কত খ্রিস্টাব্দের কী মাসে?
উত্তর:- 1982 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
7. IRS প্রথম উৎক্ষেপণ হয়েছিল কত খ্রিস্টাব্দের কী মাসে?
উত্তর:- 1984 খ্রিস্টাব্দের মার্চ মাসে।
8. উপগ্রহ চিত্রের বিভিন্ন বস্তু, ক্ষেত্র বা উপাদানের পৃথকরণের ক্ষমতাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- রিজোলিউশন
9. 73F/Nw সূচক সংখ্যা কোন শিটের উদাহরণ।
উত্তর:- অর্ধইঞ্চি
10. RADAR কোন সংবেদকের উদাহরণ।
উত্তর:- সক্রিয়
11. MSS কোন সংবেদকের উদাহরণ।
উত্তর:- নিষ্ক্রিয়
12. সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- 1967
13. একটি তরঙ্গশীর্ষ থেকে অপর তরঙ্গশীর্ষ পর্যন্ত দুরত্বকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- তরঙ্গদৈর্ঘ্য
14. বর্ণালি অঞ্চলের উপবিভাগগুলিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- ব্যান্ড
15. কত খ্রিস্টাব্দে IRS উৎক্ষেপিত হয়েছিল?
উত্তর:- 1988 খ্রিস্টাব্দে।
16. কত খ্রিস্টাব্দে INSAT উৎক্ষেপিত হয়েছিল?
উত্তর:- 1992 খ্রিস্টাব্দে
17. ভারতের স্পেস কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?
উত্তর:- 1972 খ্রিস্টাব্দে
18. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে কী রং দ্বারা দেখানো হয়ে থাকে?
উত্তর:- বাদামি
19. ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়ে থাকে?
উত্তর:- সার্ভে অফ ইন্ডিয়া
20. কৃত্রিম উপগ্রহ যে পথে পরিক্রমণ করে তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- কক্ষপথ
21. কৃত্রিম উপগ্রহ যে স্থানে অবস্থান করে তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- প্ল্যাটফর্ম
22.কোনো কেন্দ্রীয় ভরের মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- উপগ্রহ।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF