মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- ভারতের অর্থনৈতিক পরিবেশ | Economic Environment of India Questions Answers
সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- ভারতের অর্থনৈতিক পরিবেশ | Economic Environment of India Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- ভারতের অর্থনৈতিক পরিবেশ | Economic Environment of India Questions Answers ।
মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- ভারতের অর্থনৈতিক পরিবেশ | Economic Environment of India Questions Answers
1. ভারতের কৃষিকাজ হল কীরূপ কৃষির উদাহরণ?
উত্তর:- জীবিকাসত্তাভিত্তিক কৃষির উদাহরণ।
2. একটি খারিফ শস্যের উদাহরণ দাও।
উত্তর:- ধান
3. একটি রবিশস্যের উদাহরণ দাও।
উত্তর:- গম
4. একটি জায়িদ শস্যের উদাহরণ দাও।
উত্তর:- আউশ ধান
5. একটি বাগিচা ফসলের উদাহরণ দাও।
উত্তর:- চা
6. ভারতের একটি অর্থকরী ফসলের উদাহরণ দাও।
উত্তর:- পাট
7. রবিশস্য চাষ হয় কোন সময়?
উত্তর:- শীতকালে
8. বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা কয়টি?
উত্তর:- 53টি
9. ভারতের সর্বাধিক জলসেচের প্রয়োজন হয় কোন ফসল উৎপাদনে?
উত্তর:- গম উৎপাদনে।
10. ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- পাঞ্জাব
11. সোনালিকা হল একধরনের কীসের উদাহরণ।
উত্তর:- উচ্চফলনশীল গম বীজ
12. টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায় কোন ফসল?
উত্তর:- কফি
13. ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?
উত্তর:- কর্ণাটক
14. বীজতন্তু বলা কোন ফসলকে?
উত্তর:- কাপাসকে
15. পিঙ্ক বোল-ওয়র্ম কোন চাষের প্রধান শত্রু?
উত্তর:- কার্পাস
16. ভারতে সর্বাধিক ইক্ষু চাষের জমি রয়েছে কোন রাজ্যে?
উত্তর:- উত্তরপ্রদেশে
17. হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য?
উত্তর:- তামিলনাড়ু
18. কষ্টসহিষ্ণু ফসল বলা হয় কোন ফসলকে?
উত্তর:- মিলেট
19. একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও।
উত্তর:- তুলো
20. একটি অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও।
উত্তর:- আকরিক লোহা
21. একটি খনিজভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
উত্তর:- অ্যালুমিনিয়াম শিল্প
22. একটি কৃষিজ কাঁচামালভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
উত্তর:- চিনি শিল্প
23. একটি প্রাণীজ সম্পদভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
উত্তর:- পশম শিল্প
24. একটি বনজ সম্পদভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
উত্তর:- কাগজ শিল্প
25. লৌহ-ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
উত্তর:- হেমাটাইট
26. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম লেখো।
উত্তর:- ভিলাই
27. ভারতের একটি বন্দরকেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তর:- বিশাখাপত্তনম
28. ভারতের অধিকাংশ লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোন সংস্থার অধীনস্থ?
উত্তর:- SAIL
29. কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত তম?
উত্তর:- প্রথম
30. ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয়েছে কোথায়?
উত্তর:- ঘুষুড়িতে।
আরও পড়ুন:- মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | অধ্যায়- উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র