মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers in bengali

 

মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers in bengali
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers in bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers in bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers in bengali।




মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বায়ুমণ্ডল | Atmosphere Related Questions Answers in bengali                          

 1. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ?


উত্তর:- 20.94 শতাংশ


2. বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম লেখো।


উত্তর:- নাইট্রোজেন


3. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় আছে?


উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার


4. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত আছে?


উত্তর:- 10000 কিমি


5. মেসোস্কিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কীরূপ পরিবর্তন হয়?


উত্তর:- কমে


6. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয়ে থাকে হোমোস্ফিয়ার?


উত্তর:- 90 কিলোমিটার


7. বায়ুমণ্ডলে কী থাকার জন্য আকাশ নীল দেখায়?


উত্তর:- ধূলিকণা


8. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে?


উত্তর:- ট্রপোস্ফিয়ার


9. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস?


উত্তর:- ওজোন


10. বায়ুমণ্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত হয়?


উত্তর:- 6.5 ডিগ্রি সে


11. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় কোন স্তরে?


উত্তর:- ট্রপোস্ফিয়ারে


12. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত শতাংশ?


উত্তর:- 78.08 শতাংশ


13. একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।


উত্তর:- কার্বন ডাইঅক্সাইড


14. হোমোস্ফিয়ারের অন্য নামটি লেখো।


উত্তর:- সমমণ্ডল


15. ক্ষুদ্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে?


উত্তর:- ট্রপোস্ফিয়ার


16. আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে কোন স্তরে?


উত্তর:- ট্রপোস্ফিয়ারে


17. বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেই স্তরের নাম লেখো।


উত্তর:- মেসোস্ফিয়ার


18. অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে।


উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ারে


19. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- ট্রপোপজ


20. ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতায় উষ্ণতা কত পরিমাণে হ্রাস পেয়ে থাকে?


উত্তর:- 6.4°C


21. প্রতি 1,000 ফুট উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুচাপ কী পরিমাণে কমে?


উত্তর:- 34 মিলিবার


22. ফেরেলের সূত্র প্রতিষ্ঠিত হয় কবে?


উত্তর:- 1859 খ্রীস্টাব্দে 


23. স্থলবায়ু সাধারণত কোন সময় প্রবাহিত হয়ে থাকে?


উত্তর:- রাত্রিবেলায়


24. মেীসুমি বায়ু কোন শ্রেণির বায়ুপ্রবাহের উদাহরণ?


উত্তর:- সাময়িক বায়ু


25. টর্নেডো কোন শ্রেণির বায়ুপ্রবাহের উদাহরণ?


উত্তর:- স্থানীয় বায়ু


26. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়?


উত্তর:- হাইগ্রোমিটার।

 

আরও পড়ুন:- 150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Previous Post Next Post