উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | নাটক- "বিভাব" | HS Exam Bibhab Drama Questions Answers

 

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | নাটক- "বিভাব" | HS Exam Bibhab Drama Questions Answers
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | নাটক- "বিভাব" | HS Exam Bibhab Drama Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | নাটক- "বিভাব" | HS Exam Bibhab Drama Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | নাটক- "বিভাব" | HS Exam Bibhab Drama Questions Answers ।




উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | নাটক- "বিভাব" | HS Exam Bibhab Drama Questions Answers              

■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান- ১ ]


1. “তার আপিস নেই, কলেজ নেই, কিছু নেই।” কার আপিস নেই, কলেজ নেই?


(ক) নায়ক (শম্ভ) (খ) অমরের (গ) পুলিশের (ঘ) বউদির


উত্তর:- (ক) নায়ক (শম্ভ)


2. “রাজা রথারোহণম নাটয়টি।” এর অর্থ লেখো।


(ক) রাজা রথে আরোহণ করবেন (খ) রাজা রথ থেকে নামবেন (গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন (ঘ) রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করছেন।


উত্তর:- (গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন


3. ‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো—


(ক) মালতী লতা দোলে (খ) জনগণমন  (গ) আমি রূপে তোমাকে ভোলাব না (ঘ) আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে নদীতে 


উত্তর:- (ক) মালতী লতা দোলে


4. তুলসী লাহিড়ীর—নাটক থেকে বলি—(ফিল্মি ঢঙে) “আমি তো চললাম…” এটি তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি?


(ক) ছেড়া তার (খ) পথিক (গ) নবান্ন (ঘ) এদের মধ্যে কোনোটিই নয়


উত্তর:- (খ) পথিক


5. “হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়" তারা কী বলছিল?


(ক) চাল চাই, কাপড় চাই (খ) ফ্যান চাই না, ভাত চাই (গ) অন্ন চাই, গৃহ চাই না (ঘ) এর মধ্যে কোনোটিই নয়


উত্তর:- (ক) চাল চাই, কাপড় চাই


6. “পরদা খুললে দেখা যায়…” - পরদা খুললে কী দেখা যায়?


(ক) পরদা খুললে দেখা যায় মঞ্চ ফাঁকা আছে (খ) পরদা খুললে দেখা যায় মঞ্চ অন্ধকার (গ) পরদা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা (ঘ) পরদা খুললে দেখা যায় মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে


উত্তর:- (গ) পরদা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা


7. “The night is calling me’- gattoria" উক্তিটি কার লেখা ?


(ক) বার্নার্ড শ -এর লেখা (খ) শেলি -এর লেখা (গ) শেকসপিয়র -এর লেখা (ঘ) বায়রন -এর লেখা


উত্তর:- (ক) বার্নার্ড শ


8. লাভ সিন করতে হলে প্রথমেই কাদের দরকার হয়?


(ক) একজন নায়ক এবং নায়িকার দরকার হয় (খ) চাদ, আকাশ আর দক্ষিণের বাতাস দরকার হয়(গ) গঙ্গার তীর বা গড়ের মাঠ দরকার হয়(ঘ) সুদৃশ্য বাগান ও ফুলের সমারোহ দরকার হয়।


উত্তর:- (ক) একজন নায়ক এবং নায়িকা দরকার হয়


9. পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কী বলে কবি মনে করেন?


(ক) প্রেম (খ) গসিপ (গ) লারেলাপ্পা (ঘ) পরচর্চা


উত্তর:- (ক) প্রেম


10. ‘বিভাব’ নাটকটি লেখার জন্য কবি কার অনুপ্রেরণা পেয়েছেন?


(ক) জাপানি কাবুকি নাটক থেকে (খ) রবীন্দ্রনাথের নাটক থেকে (গ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক থেকে (ঘ) দীনবন্ধু মিত্রের নাটক থেকে 


উত্তর:- (ক) জাপানি কাবুকি নাটক থেকে 


11. “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” উক্তিতে কোন সাহেবের কথা বলা হয়েছে?


(ক) আইজেনস্টাইন -এর কথা (খ) আলেকজান্ডার -এর কথা (গ) লুই ফিলিপ -এর কথা (ঘ) চন্দ্রগুপ্ত -এর কথা


উত্তর:- (ক) আইজেনস্টাইন -এর কথা


12. “হ্যা বল্লভভাই বলে গেছেন”– বল্লভভাই কী বলেছেন?


(ক) বাঙালিরা খুবই শক্তিশালী (খ) বাঙালিরা কাঁদুনে জাত (গ) বাঙালিরা খুবই ভীতু (ঘ) বাঙালিরা চোর ভাবের


উত্তর:- (খ) বাঙালিরা কাঁদুনে জাত


13. “মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম”- নাটকে এই কথাগুলি কে বলেছে?


(ক) শম্ভ বলেছে (খ) অমর বলেছে (গ) বউদি বলেছে (ঘ) পুলিশ বলেছে


উত্তর:- (ক) শম্ভ বলেছে


14. “তুমি তো সহজে মরবে না- ওগো তুমি পালাও তুমি। বীর– তুমি পালাও।” এখানে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে?


(ক) নায়ক (শম্ভ) (খ) পুলিশকে বোঝানো হয়েছে (গ) অমরকে বোঝানো হয়েছে (ঘ) পালোয়ানকে বোঝানো হয়েছে


উত্তর:- (ক) নায়ক (শম্ভ)


15. “সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেডপণ্ডিত স্কুলে। আমাকে প্রমোশন দেননি।” এই উক্তির বক্তা কে?


(ক) শম্ভু (খ) অমর (গ) বউদি (ঘ) সার্জেন্ট


উত্তর:- (খ) অমর


16. “কী অমর—এবার হাসি পাচ্ছে?” নাটকে এই উক্তিটি অমরকে কে বলেছেন?


(ক) শম্ভু মিত্র বলেছে (খ) বউদি বলেছে (গ) সার্জেন্ট বলেছে (ঘ) এদের কেউই নয়।


উত্তর:- (ক) শম্ভু মিত্র বলেছে


17. “আরে খিড়কি-সে কিউ উতার আয়া। চোট্টা হোঙ্গে। জরুর আরে-পাকড়ো।” নাটকে এই উক্তিটির বক্তা কে?


(ক) পুলিশ (খ) অমর (গ) শম্ভু (ঘ) সার্জেন্ট


উত্তর:- (খ) অমর


■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান- ১]


1. তুমি যে “Underground political leader”—নাটকে কে, কাকে একথা বলেছে?


উত্তর:- ‘বিভাব’ নাটক থেকে নেওয়া নাট্যাংশটিতে বউদি উক্ত কথাগুলি বলেছে শম্ভু মিত্রকে।


2. ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়?


উত্তর:- ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়।


3. “এইরে পুলিশ আসছে। লাগল ঝঞ্ঝাট।” পুলিশ আসছিল কোন কারণে?


উত্তর:- ‘চাল চাই, কাপড় চাই ইত্যাদি’ স্লোগান দিতে দিতে মেয়ে-পুরুষের শোভাযাত্রা এলে তা বন্ধ করতে জন্য পুলিশ আসছিল।


4. “স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে।” কোথায় স্ত্রীর দুঃখই প্রধান বলে মনে করা হয়েছে?


উত্তর:- ‘বিভাব’ নাটকে কাবুকি থিয়েটারে যে আর্টিস্টিক এবং কাল্পনিক মৃত্যুর কথা এখানে বলা হয়েছে, সেই কাল্পনিক মৃত্যুতে স্ত্রীর দুঃখটাকেই প্রধান বলা হয়েছে।


5. “ওঃ দাতাকর্ণ যে।” নাটকে কে কাকে দাতাকর্ণ বলে সম্বোধন করছে?


উত্তর:- ‘বিভাব’ নাটকে শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে দাতাকর্ণ বলে সম্বোধন করছে।


6. “কেয়া আপ দেখতে নেহি—চোখ খুলে চলতে জানেন না?” নাটকে কে, কাকে, কেন একথা বলেছে?


উত্তর:- ‘বিভাব’ নাটকে লাভ সিনে অভিনয় চলা কালীন নায়ক শম্ভু মিত্র নায়িকা বউদিকে মাঝ রাস্তায় ধাক্কা দিলে বউদি শম্ভু মিত্রকে এ কথা বলেছে।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post