25th September 2024 Current Affairs in Bengali Quiz | 25th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

25th September 2024 Current Affairs in Bengali Quiz | 25th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
25th September 2024 Current Affairs in Bengali Quiz | 25th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 25th September 2024 Current Affairs in Bengali Quiz | 25th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th September 2024 Current Affairs in Bengali Quiz | 25th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




25th September 2024 Current Affairs in Bengali Quiz | 25th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. সম্প্রতি কে সশাস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অমৃত মোহন প্রসাদ

2. জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারতের ধানুশ লোগানাথন কোন পদক জিতেছেন?

উত্তর:- ব্রোঞ্জ


3. সম্প্রতি কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড 2024 খেতাব জিতেছেন?

উত্তর:- ধ্রুবী প্যাটেল (Dhruvi Patel)

4. কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর:- গ্লাসগো (স্কটল্যান্ড)

5. প্রধানমন্ত্রীর আদিবাসী উন্নয়ন গ্রাম প্রচার প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে?

উত্তর:- 79,156 কোটি টাকা

6. মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে দায়িত্ব নিয়েছেন?

উত্তর:- মনোজ সৈনিক (Manoj Saunik)

7. সম্প্রতি জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- জর্ডান


8. অস্কার 2025-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে কোন ফিল্মটি নির্বাচিত হয়েছে?

উত্তর:- 'Laapataa Ladies' ('লাপাতা লেডিস')

9. 45তম FIDE দাবা অলিম্পিয়াডে ভারত কোন পদক জিতেছে?

উত্তর:- স্বর্ণ পদক।

10. অনুরা কুমারা দিসানায়েক সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- শ্রীলঙ্কা।

আরও পড়ুন:- 24th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post