সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 30th September 2024 Current Affairs in Bengali Quiz | 30th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th September 2024 Current Affairs in Bengali Quiz | 30th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th September 2024 Current Affairs in Bengali Quiz | 30th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া 'Angkor Wat' কোন দেশে অবস্থিত?
উত্তর:- কম্বোডিয়া
2. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপিতে কোন রাজ্যের অবদান সবচেয়ে বেশি?
উত্তর:- মহারাষ্ট্র
3. জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- জর্ডান
4. টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা কোম্পানি ২০২৪ তালিকায় No.1 India-Headquartered Company হিসাবে মর্যাদা পেয়েছে কোন কোম্পানি?
উত্তর:- HCL Tech.
5. 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- স্কটল্যান্ড (গ্লাসসো শহরে)
6. সম্প্রতি Miss India Worldwide 2024 শিরোপা জিতলেন কে?
উত্তর:- ধ্রুবী প্যাটেল
8. কোন সালের মধ্যে ISRO ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করতে চলেছে?
উত্তর:- 2028 সালে।
9. সম্প্রতি ভারতের বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- অমর প্রীত সিং
10. সম্প্রতি প্রকাশিত WHO -এর রিপোর্ট অনুযায়ী কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি?
উত্তর:- জর্ডান।