সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 8th January 2025 Current Affairs in Bengali Quiz | 8th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th January 2025 Current Affairs in Bengali Quiz | 8th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
8th January 2025 Current Affairs in Bengali Quiz | 8th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "আন্তর্জাতিক টাইপিং দিবস" (International Typing Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 7th জানুয়ারী
2. সম্প্রতি কে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট 2.0 উদ্যোগ উদ্বোধন করলেন?
উত্তর:- ওম বিড়লা (Om Birla)
3. সম্প্রতি কোন শহরে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট (CARI)- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তর:- নয়াদিল্লি
4. সম্প্রতি কোন শহরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে-
উত্তর:- হ্যানয় (ভিয়েতনামের রাজধানী)
5. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা 38 তম জাতীয় গেমসের 'মশাল' -এর নাম কী?
উত্তর:- 'তেজস্বিনী'
6. সম্প্রতি কে অ্যাপলের নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- কেভান পারেখ (Kevan Parekh)
7. মার্কিন প্রেসিডেন্ট এর পক্ষ থেকে সম্প্রতি কতজনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হলো?
উত্তর:- 19 জনকে।
8. সম্প্রতি প্রয়াত ডাঃ রাজাগোপাল চিদাম্বরম কোন ক্ষেত্রের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন?
উত্তর:- পারমাণবিক শক্তি
9. সম্প্রতি প্রয়াত Costas Simitis কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর:- গ্রিস
10. সম্প্রতি কোন রাজ্য সরকার "লাডকি বাহিন প্রকল্প" (Ladki Bahin scheme) চালু করেছে?
উত্তর:- মহারাষ্ট্র।
আরও পড়ুন:- 7th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স