সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 12th April 2025 Current Affairs in Bengali Quiz | 12th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th April 2025 Current Affairs in Bengali Quiz | 12th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
12th April 2025 Current Affairs in Bengali Quiz | 12th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সর্বপ্রথম 'হিমালয়ান হাই-অল্টিটিউড অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট সেন্টার' কোথায় চালু করা হলো?
উত্তর:- উধমপুর, জম্মু ও কাশ্মীর
2. সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে কত টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?
উত্তর:- ₹3,880 কোটি।
3. স্টার্ট আপ এবং SME সেক্টরে সহযোগিতা বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কাদের মধ্যে?
উত্তর:- ইন্ডিয়া SME ফোরাম এবং ProChile -র মধ্যে।
4. সম্প্রতি প্রয়াত হরি দত্ত কাপরি, কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উত্তর:- বাস্কেটবল
5. "জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস" প্রতি বছর কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 11th এপ্রিল
6. জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস 2025 এর থিম কী ছিল?
উত্তর:- "স্বাস্থ্যকর শুরু, আশাবাদী ভবিষ্যত" (“Healthy Beginnings, Hopeful Futures”)
7. ভারত জাতিসংঘের অংশীদারিত্বের মাধ্যমে সিয়েরা লিওনকে কতটা সহায়তা করেছে?
উত্তর:- USD 990,000
8. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত হয়েছেন?
উত্তর:- স্লোভাকিয়ায়
9. কোন দেশ রেকর্ড সময়ে বিশ্বের প্রথম 3D-প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করেছে?
উত্তর:- জাপান
10. DFDR এবং CVR দিয়ে সজ্জিত একটি অত্যাধুনিক "ব্ল্যাক বক্স ল্যাব" সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে?
উত্তর:- নতুন দিল্লি।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF