সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতীয় রেলওয়ে পরীক্ষা প্রশ্ন উত্তর | Indian Railway Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে পরীক্ষা প্রশ্ন উত্তর | Indian Railway Exam Questions Answers।
ভারতীয় রেলওয়ে পরীক্ষা প্রশ্ন উত্তর | Indian Railway Exam Questions Answers
1. 'কোশ' প্রথম আবিষ্কার করেন কে?
উওর:- রবার্ট হুক
2. 'স্বচ্ছ ভারত অভিযান' -র মাসকট কে?
উওর:- Kuwar Bai (কুনওয়ার বাই)
3. শিবাজী কোথায় জন্মগ্রহণ করে ছিলেন?
উওর:- পুনেতে।
4. হরিয়ানার রাজ্য পশু কোনটি?
উওর:- হরিয়ানার রাজ্য পণ্ড কৃষ্ণশার হরিণ।
5. স্বাধীন ভারতের সর্বপ্রথম সংবিধান সভা কোথায় অনুষ্ঠিত হয়?
উওর:- দিল্লিতে
6. কিডনির কার্যগত এককের নাম উল্লেখ করো?
উওর:- নেফ্রন।
7. হিমোগ্লোবিনের কাজ উল্লেখ করো?
উওর:- রক্তের রঙ লাল করা।
8. রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কত দালে গঠিত হয়?
উওর:- ১৯৫২ সালে।
9. কাতারের মূদ্রার নাম উল্লেখ করো?
উওর:- কাতারি রিয়াল
10. ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল?
উওর:- মিথাইল আইসোসায়ানেট।
11. 'National Voter Day' কবে পালিত হয়ে থাকে?
উওর:- ২৫ জানুয়ারি
12. 'World Bird Day' কবে পালিত হয়ে থাকে?
উওর:- ১৩ অক্টোবর
13. বিশাখাপত্তনম কোন রাজ্যের রাজধানী?
উওর:- অন্ধ্রপ্রদেশ৷
14. Academy Award বা Oscar কোন্ দেশ প্রদান করে থাকে?
উওর:- আমেরিকা যুক্তরাষ্ট্র বা USA.
15. সবচেয়ে ছোটো গ্রহের নাম উল্লেখ করো?
উওর:- বুধ
16. পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খলজির ভুমিকায় কে অভিনয় করেছেন?
উওর:- রণবীর সিং।
17. 'World Computer Day' কবে পালিত হয়ে থাকে?
উওর:- 2nd ডিসেম্বর।
18. SAI -এর সম্পূর্ণ নাম উল্লেখ করো?
উওর:- Sports Authority of India.
19. "বিশ্ব স্বাস্থ দিবস" (World Health Day) কবে পালিত হয়ে থাকে?
উওর:- 7th এপ্রিল
20. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়ে থাকে?
উওর:- 28th ফেব্রুয়ারি
21. ডিমে কোন প্রোটিন পাওয়া যায়?
উওর:- এলবুমিন
22. মানব শরীরে ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উওর:- 23 জোড়া বা 46 টি
23. এক্স রে কে আবিষ্কার করেন?
উওর:- Wilhelm Conrad Roentgen.
24. প্রোটিন শব্দটির আবিষ্কারক কে ছিলেন?
উওর:- বার্জেলিয়াস
25. ‘মন কি বাত’ বইটির লেখক কে?
উওর:- রাজেশ জৈন।
26. "World Teachers' Day" কবে পালিত হয়ে থাকে?
উওর:- ৫ অক্টোবর (ভারতের ৫ সেপ্টেম্বর)
27. নেদারল্যান্ডের রাজধানীর নাম উল্লেখ করো।
উওর:- আমস্টারডাম।
28. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম উল্লেখ করো।
উওর:- ক্যানবেরা
29. 'Father of Economics' কাকে বলা হয়ে থাকে?
উওর:- অ্যাডাম স্মিথ
30. বিশ্ব জলদিবস কোন দিন পালিত হয়ে থাকে?
উওর:- 22nd মার্চ।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF