সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জি আই ও রিজনিং প্রশ্ন উত্তর | GI and Reasoning Quiz in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জি আই ও রিজনিং প্রশ্ন উত্তর | GI and Reasoning Quiz in Bengali।
জি আই ও রিজনিং প্রশ্ন উত্তর | GI and Reasoning Quiz in Bengali
1. সিরিজ টি সম্পূর্ণ করো : 88, 22, 25, 5, 9, 3/2, ?
(A) 10/2
(B) 13/2
(C) 6
(D) 12
উওর:-(B) 13/2
2. সঠিক চিহ্ন বসাও : 12 * 3 * 4 * 8 * 0
(A) -,+,+,=
(B) ÷,+,÷,=
(C) -,-,-,=
(D) ÷,+,-,=
উওর:-(D) ÷,+,-,=
3. নিম্নের কোনটি অন্যদের থেকে ভিন্ন ?
(A) 45
(B) 51
(C) 39
(D) 85
উওর:-(D) 85
4. TRADITIONAL - শব্দ টির অক্ষর দিয়ে নিম্নের কোন শব্দ টি তৈরি করা যাবে?
(A) NATION
(B) RADIO
(C) ANIMAL
(D) DIRTY
উওর:-(B) RADIO
5. A,B,C,D এবং E এর প্রত্যেকের ওজন ভিন্ন। D এর ওজন A এবং E এর থেকে বেশি এবং B, C এর থেকে হালকা, তবে এদের মধ্যে সবথেকে বেশি ওজন কার?
(A) D
(B) B
(C) C
(D) অনির্ণেয়
উওর:-(D) অনির্ণেয়
6. সিরিজ সম্পূর্ণ করো : a __ c a a b __ a __ b c a a b __ a __ b __ a ?
(A) c b a c b a
(B) b c a c a c
(C) a c b a c a
(D) b b a c a a
উওর:-(B) b c a c a c
7. বিবৃতি : (I) কিছু বন্যপ্রাণী হলো মাংসাশী (II) সব বন্যপ্রাণী হলো সিংহ । সিদ্ধান্ত : (I) সমস্ত মাংসাশী হলো সিংহ (II) কিছু সিংহ হলো মাংসাশী?
(A) (i) সিদ্ধান্ত সঠিক
(B) (ii) সিদ্ধান্ত সঠিক
(C) (i) ও (iii) উভয় সিদ্ধান্ত সঠিক
(D) (ii) অথবা (iii) কোনো সিদ্ধান্ত সঠিক নয়
উওর:-(B) (ii) সিদ্ধান্ত সঠিক
8. একজন বালিকাকে দেখিয়ে, বিপিন বলল, "তার মা হয় আমার শ্বাশুড়ির একমাত্র মেয়ে।" বিপিন মেয়েটির কে হবে?
(A) কাকা
(B) বাবা
(C) ভাই
(D) মেয়ে
উওর:-(B) বাবা
9. যদি ACNE কে লেখা হয় 3, 7, 29, 11 তাহলে BOIL কিভাবে লেখা হবে?
(A) 5, 29, 19, 27
(B) 5, 29, 19, 25
(C) 5, 31, 21, 25
(D) 5, 31, 19, 25
উওর:-(B) 5, 29, 19, 25
10. বিবৃতি : সমস্ত বাস হলো বাড়ি, কিছু বাড়ি হলো হ্রদ। সিদ্ধান্ত : (I) কিছু বাস হলো হ্রদ (II) কিছু হ্রদ হল বাস (III) কিছু হ্রদ হলো বাড়ি (IV) কিছু বাড়ি হলো বাস।
(A) সবগুলি সত্য
(B) শুধু (I) ও (III) সত্য
(C) শুধুমাত্র (I) ও (II) সত্য
(D) শুধু (III) ও (IV) সত্য
উওর:- (A) সবগুলি সত্য।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF