প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge in Bengali

প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge in Bengali
প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge in Bengali।




প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge in Bengali

1. ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি?

উত্তর:- ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী।

2. রাজতরঙ্গিনী, কার লেখা?

উত্তর:- রাজতরঙ্গিনী কলহন –এর লেখা।


3. রাজতরঙ্গিনী থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়?

উত্তর:- রাজতরঙ্গিনী থেকে ভারতের কাশ্মীর –এর  ইতিহাস জানা যায়।

4. প্রবন্ধ চিন্তামণি থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়?

উত্তর:- প্রবন্ধ চিন্তামণি থেকে ভারতের গুজরাটের ইতিহাস জানা যায়।

5. প্রথম শ্রীকৃত ভারতীয় ফটোগ্রাফার - এর নাম কী?

উত্তর:- প্রথম শ্রীকৃত ভারতীয় ফটোগ্রাফার হলো লীলা দীনদয়াল।


6. পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন?

উত্তর:- রাধারমণ সাহা পাবনা জেলার ইতিহাস  রচনা করেন।

7. কোচবিহারের ইতিহাস কে রচনা করেন?

উত্তর:- ভাবনীচরণ বন্ধোপাধ্যায় কোচবিহারের ইতিহাস রচনা করেন।

8. কোন যুগ মানুষ প্রথম চাকা আবিষ্কার করে?

উত্তর:- নবপোস্টের যুগের মানুষ প্রথম চাকা আবিষ্কার করে।


9. এরোপ্লেন কে আবিষ্কার করে?

উত্তর:- রাইট এরোপ্লেন কে আবিষ্কার করে।

10. উড়োজাহাজ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?

উত্তর:- ১৯০৩ খ্রিস্টাব্দে উড়োজাহাজ আবিষ্কার হয়।

11. বাস্পচালিত রেলগাড়ি কে আবিষ্কার করে?

উত্তর:- জর্জ স্টিফ্যাসোন বাস্পচালিত রেলগাড়ি  আবিষ্কার করে।

12. ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়?

উত্তর:- ১৮৫৩  খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ  চালু হয়।


13. ক্যামেরা কে আবিষ্কার করে?

উত্তর:- নিসেফোর নিয়াপোচে ক্যামেরা আবিষ্কার করে।

14. ক্যামেরা কবে  আবিষ্কার হয়?

উত্তর:- ১৮৬৬ খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার হয়।

15. বাজারে কবে প্রথম রঙ্গিন ছবি আসে?

উত্তর:- ১৮৬১ খ্রিস্টাব্দে বাজারে প্রথম রঙ্গিন ছবি আসে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post